For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

হাতির তাণ্ডবে ফের নাজেহাল ঝাড়গ্রামের সাধারণ মানুষ, শস্য ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

09:55 PM Apr 13, 2024 IST | Subrata Roy
হাতির তাণ্ডবে ফের নাজেহাল ঝাড়গ্রামের সাধারণ মানুষ  শস্য ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ও বীরভূম: হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বনকাটি এলাকায় কয়েকশো বিঘের ফসল নষ্ট করল হাতির দল। ঝাড়গ্রাম জেলা(Jhargram District) জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। কখনো হাতির তাণ্ডবে ঘরবাড়ি ভাঙছে। কখনো ব্যাপক ফসলের নষ্ট করছে হাতি। শনিবার ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বনকাটি সহ একাধিক এলাকায় খাবারের সন্ধানে ভোররাতে হানা দেয় হাতির দল। প্রায় ১০০ বিঘে ধান, সবজি চাষের ক্ষয়ক্ষতি করে হাতির(Elephant) দলটি। ফলে ব্যাপক চিন্তায় চাষিরা। বারংবার এই হাতির তাণ্ডবে এক প্রকার নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

সাধারণ মানুষের বক্তব্য যেন দ্রুত নষ্ট ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। অন্যদিকে,বীরভূম লোকসভার নির্বাচনী কমিটি তৃণমূলের বৈঠক হয় শনিবার। এদিন, সিউড়ি তৃণমূল কার্যালয়ে নির্বাচনী কমিটিকে নিয়ে বৈঠক করা হয় । সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম লোকসভার প্রার্থী শতাব্দী রায় সহ বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন এই নির্বাচন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বীরভূম জেলার বিধায়করা, বুথ সভাপতি সহ জেলার বিভিন্ন পদের সভাপতিরা ।তৃণমূলের তাদের ভোট পরিকাঠামো নিয়ে রণকৌশল বেঁধে দেয় ।

Advertisement

এদিন এই আলোচনায় আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, এই কমিটিতে নির্বাচন পরিচালনার কিভাবে করবে কারা কারা থাকবে সেই বিষয়ে আলোচনা করা হল। মূলত বীরভূম লোকসভার প্রচারে কাজল শেখকে না দেখতে পাওয়ার প্রশ্নের উত্তরে এড়িয়ে গিয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, কাজল শেখের অনুপস্থিতি থাকার কারণ আজকের দিনে তার পরিবারের সদস্য শহীদ হয়েছিলেন এবং মাটি দেওয়া হয়েছিল। সেই কারণে আজকের দিনে তার বাড়ির লোক বাড়ির বাইরে পা রাখেন না। তাই তিনি অনুপস্থিত। কিন্তু কমিটিতে রয়েছেন, প্রচার করছেন তিনি।

Advertisement
Tags :
Advertisement