For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জঙ্গলের পথে চলন্ত স্কুটি থেকে ঝাঁপ দেওয়া বালককে ১ ঘন্টার মধ্যে খুঁজে বের করল ঝাড়গ্রাম থানা

05:17 PM Apr 22, 2024 IST | Subrata Roy
জঙ্গলের পথে চলন্ত স্কুটি থেকে ঝাঁপ দেওয়া বালককে ১ ঘন্টার মধ্যে খুঁজে বের করল ঝাড়গ্রাম থানা
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মায়ের কোলে নিখোঁজ ছেলেকে ১ ঘন্টার মধ্যে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রত্যেকদিনের মত সোমবার মা তার ছেলেকে টিউশনি পড়তে নিয়ে যাওয়ার জন্য স্কুটি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টিউশনি(Tution) না যাওয়ার বাহানা দেখিয়ে চলন্ত স্কুটি থেকে লাফিয়ে পালিয়ে যায় ১১ বছর বয়সী ওই ছেলেটি। এখানেই শেষ নয় এরপর জঙ্গল ঘেরা ঝাড়গ্রামের আঁকাবাঁকা পথে বাড়ির রাস্তা হারিয়ে ফেলে  ছেলেটি। চারদিকে তখন ঝি ঝি পোকার ডাক। দূরে হাতির শব্দ শোনা যাচ্ছে। এমতো পরিস্থিতিতে হঠাৎ জঙ্গলে ঝরে পড়া পাতাতে ভারী বুটের শব্দ। একদম রোমাঞ্চকর থ্রিলার।

Advertisement

কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন। ছোট এই বালকটিকে দেখে তাদের প্রশ্ন জঙ্গলে তুমি কি করছো? কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বালকটি জানায় সে বাড়ির পথ হারিয়ে ফেলেছে। এঘটনাটি ঝাড়গ্রাম শহরের  বাছুরডোবা(Bachurdoba) এলাকায়। এদিকে ততক্ষণে নিখোঁজ বালকের মা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু খোঁজাখুঁজি বিফলে যায়। স্বাভাবিকভাবেই ছেলেকে আর না খুঁজে পেয়ে চিন্তায় পড়ে যান মা সহ ছেলের পরিবারের লোকজনেরা। তৎক্ষণাৎ ছেলেটির মা খবর দেন ঝাড়গ্রাম থানার পুলিশকে। পুলিশ ওই ছেলেটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরবর্তীতে মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে ছেলেটিকে জঙ্গল থেকে পাওয়া পুলিশ অফিসাররা নিয়ে এসে মায়ের হাতে তুলে দেয়।

Advertisement

পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া বালককে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা সহ পরিবারের লোকজন। জানা গেছে, ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) আইসি বিপ্লব কর্মকার(IC Biplab Karmakar) নিজেই ছেলেটিকে খুঁজে বের করার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ছেলেকে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মা। বালকটি অবশ্য নাক কান মুলে একটা কথাই বলছে, 'আর কখনো বাড়ি ছেড়ে পালাবো নাগো বাবু। সে কি ভয় করেছিল তাড়া। তা কি কখনো ভুলিতে পারি।'

Advertisement
Tags :
Advertisement