For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঝাড়গ্রামে ফের ভাঙন গেরুয়া শিবিরে, আইটি সেলের সদস্যদের যোগ তৃণমূলে

08:13 PM Apr 10, 2024 IST | Subrata Roy
ঝাড়গ্রামে ফের ভাঙন গেরুয়া শিবিরে  আইটি সেলের সদস্যদের যোগ তৃণমূলে
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে। ভোটের আগে বড় ভাঙন গেরুয়া শিবিরে। ঝাড়গ্রামে ১৫ জন জেলা বিজেপির ১৫ জন আইটি সেলের মেম্বার সহ ২ জন কুড়মি সমাজের গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে(TMC)। এই যোগদানের পর তৃণমূলের যথেষ্ট শক্তি বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে জুড়ে বুধবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে প্রার্থীকে নিয়ে প্রচার চলে জোর কদমে।

Advertisement

এদিন প্রচার শেষে বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের(Nayagram Block) বড়খাকড়ি এলাকায় এই যোগদান কর্মসূচি হয়। আর এখানেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হাত ধরে ১৫ জন জেলা বিজেপির ১৫ জন আইটি সেলের(IT Cell) মেম্বার সহ ২ জন কুড়মি সমাজের গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। যোগদান কারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী কালীপদ সরেন সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদান কারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উন্নয়নের কাজে সামিল হতে তাঁরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

Advertisement

এ বিষয়ে বিধায়ক দুলাল মুর্মু (Dulal Murmu)বলেন, 'লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে, ততই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।' এদিকে,পথযাত্রা,বাড়ি বাড়ি জনসংযোগ,পথ সভার মাধ্যমে বুধবার দিনভর নয়াগ্ৰাম ব্লকের একাধিক জায়গায় ভোট প্রচার করলেন ঝাড়গ্ৰাম লোকসভার তৃণমূল প্রার্থী কালিপদ সরেন(Kalipada Soren)। বুধবার প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে ভোট প্রচারে নেতৃত্ব দেন বিধায়ক দুলাল মুর্মু,নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, মহিলা নেত্রী সঞ্চিতা ঘোষ প্রমুখ। এদিন প্রথমে তৃণমূল প্রার্থী একটি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।

পরে নয়াগ্ৰামে বাজারে পথসভা, বড়খাকড়ি অঞ্চলে মিছিলের আয়োজন করে তৃণমূল। সেখানে অঞ্চলের প্রায় চারশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল সুত্রে খবর।পরে বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি হয় দলীয় প্রার্থীর সমর্থনে। এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু দাবি করেন প্রার্থীর সমর্থনে প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করছে ব্যপক ব্যবধানে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী কালিপদ সরেন।

Advertisement
Tags :
Advertisement