For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দিলীপ ঘোষের মন্তব্যকে ধর্তব্যের মধ্যে আনছেন না জুন মালিয়া

07:02 PM Mar 13, 2024 IST | Subrata Roy
দিলীপ ঘোষের মন্তব্যকে ধর্তব্যের মধ্যে আনছেন না জুন মালিয়া
Advertisement

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের কটাক্ষ বা মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। মনে হয় যে দিলীপদার একটা ক্ষোভ বা রাগ হয়ে আছে ভেতরে ভেতরে। প্রথম তালিকায় তার নাম বের হয়নি দ্বিতীয় তালিকায় কবে বেড়াবে। তা কেউ জানে না। মেদিনীপুরে আবেগ আছে। এই শহরে এবং এই বিধানসভা এলাকার লোকেরা তো একটু উচ্ছসিত। দিলীপদাকে বলব ওতোটা মাইন্ড করলে চলবে না। যুদ্ধ ক্ষেত্র লড়াই হবে। খেলা হবে, হাসি হবে, কান্না হবে, রাগ হবে সবকিছুই হবে। বুধবার এভাবেই দিলীপ ঘোষকে রাজনৈতিক টিপ্পুনি কাটেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া(June Malia)।আমাদের তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এবারে মিটিং মিছিল সবকিছু হবে।

Advertisement

দেখা যাবে আমি যদি কোথাও যাই সেখানে হয়তো ওদেরও মিছিল বের হচ্ছে ।এগুলো সামান্য ব্যাপার। রিয়াক্ট করার কিছু নেই। আমি অতো মাইন্ড করছি না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যাতে সব জায়গাতেই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয় সেটাই আমাদের লক্ষ্য। কেশিয়ারির দলের সমস্যা নিয়ে প্রশ্ন করলে জুন মালিয়া বলেন, বড় সংসারে একটু সমস্যা থেকেই থাকে। মানুষ মাত্রই এটা হতে পারে ।রাগ ,ক্ষোভ আসবেই। বুধবার ৬ জন বিধায়ক অঞ্চল বুথ জেলার নেতাদের নিয়ে মিটিং হল। এখন আর দলের মধ্যে কিছুই নেই। সবাই রেডি হয়ে আছে প্রচারে নামার জন্য। ১৬ ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banerjee) প্রচারে আসছেন। নারায়ণগড়(Narayangar) দিয়ে সেই প্রচার শুরু হবে। অধিকার গর্জন ক্যাম্পেনিং শুরু হবে ১৮ মার্চ থেকে। নারায়ণগড়কে বাড়তি গুরুত্ব নয়, আগামীদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মিটিং করতে।

Advertisement

জানা গিয়েছে, বাড়ি বাড়ি যাবেন প্রার্থী জুন মালিয়া। মানুষের সাথে কথা বলবেন। ক্ষোভের কথা জানবেন। এতদিন ধরে মেদিনীপুর বিধানসভা(Medinipur Assembly) এলাকাতেই তিনি কাজ করেছেন। তাই বাকি ছ'টি বিধানসভা এলাকাতে বেশি নজর দিচ্ছেন তিনি। সে কারণে বেলদা এলাকাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের এগরা ,পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়, খরোকপুর এইসব এলাকাগুলি তে প্রচার করতে যেতে সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। মেদিনীপুর শহরে একটি বাড়ি রয়েছে সেখানেও থেকে মেদিনীপুর , খড়গপুর এলাকার প্রচারের কাজ করবেন বলে জানিয়েছেন জুন মালিয়া ।

Advertisement
Tags :
Advertisement