OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দক্ষিণ কোরিয়ার কোচের চাকরি গেল বিশ্বকাপ জয়ী ফুটবলারের

04:12 PM Feb 16, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: এএফসি এশিয়ান কাপে ব্যর্থতার দায়ে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের কোচের পদ থেকে অপসারিত হলেন বিশ্বকাপজয়ী ফুটবলার  ইয়ুর্গেন ক্লিন্সমান। দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চুং মং-গাইয়ু এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি ক্লিন্সমান। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কোচের নেতৃত্বে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শুরু হবে।’

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই জার্মানির বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলারকে কোচ হিসাবে নিয়োগ করেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে দলের খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা আনতে পারেননি বলে অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সদ্য সমাপ্ত এশিয়ান কাপের সেমিফাইনালে জর্ডানের বিরুদ্ধে মাঠে নামার আগেই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন কোরিয়ার খেলোয়াড়রা। ওই ঘটনায় বড় চোট পেয়েছিলেন দলের তারকা ফুটবলার সন হিউন-মিন। কোচ  ক্লিন্সমানের দুর্বল ব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অধিকাংশ প্রাক্তন ফুটবলার। এশিয়ান কাপের সেমিফাইনালে জর্ডানের কাছে হারার পরেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ও সমর্থকেরা ক্লিন্সমানকে কোচের পদ থেকে ছাঁটাইয়ের দাবি তোলেন।

দক্ষিণ কোরিয়ার কোচ হিসাবে তাঁর আয়ু যে শেষ হয়ে আসছে তা বুঝতে পেরেছিলেন ক্লিন্সমানও। তাই দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানান বিশ্বকাপজয়ী ফুটবলার। ওই পোস্টে তিনি লেখেন, ‘সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কোরিয়ার সব ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, আমরা এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছি। গত ১২ মাসের অভিযাত্রাও অবিশ্বাস্য ছিল। টানা ১২ ম্যাচে হারিনি। লড়াই চলুক।’

Tags :
head coach of South KoreaJurgen KlinsmannKorea Football Association
Next Article