For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কলিঙ্গ সুপার কাপের জন্য দল ঘোষণা কেরালা ব্লাস্টার্সের

07:55 PM Jan 09, 2024 IST | Sundeep
কলিঙ্গ সুপার কাপের জন্য দল ঘোষণা কেরালা ব্লাস্টার্সের
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল বুধবার (১০ জানুয়ারি) কলিঙ্গ সুপার কাপে অভিযান শুরু করছে কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই শিলং লাজংয়ের মুখোমুখি হচ্ছেন রাহুল কেপি-প্রীতম কোটালরা। আর প্রথম ম্যাচে মাঠে নামার আগে ২৬ জনের দল ঘোষণা করেছে দক্ষিণের দলটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন জিয়াকসন সিং।

Advertisement

কলিঙ্গ কাপে ‘বি’ গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স। গ্রুপে থাকা বাকি তিনটি দল হলো, জামশেদপুর এফসি, শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রথম ম্যাচে ১০ জানুয়ারি শিলং লাজংয়ের মুখোমুখি হবেন প্রীতম কোটালরা।  ১৫ জানুয়ারি পরবর্তী ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবেন। ২০ জানুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের লক্ষ্য কলিঙ্গ সুপার কাপ জিতে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি স্টেজ ২-এ খেলার যোগ্যতা অর্জন করে। যে কারণে কলিঙ্গ সুপার কাপে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে। গত অক্টোবরে আইএসএলে মুম্বই এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় জিয়াকসন সিংহ। অস্ত্রোপচারও করতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে ফের দলে ফিরেছেন তিনি। কলিঙ্গ সুপার কাপের জন্য কেরালা ব্লাস্টার্সের ঘোষিত দলে কারা রয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

Advertisement

গোলরক্ষক: শচিন সুরেশ, করণজি‍ৎ সিং, মোহাম্মদ আরবাজ ও লারা শর্মা।

রক্ষণভাগ: মার্কো লেসকোভিচ, মাইলোস ড্রিনসিস, প্রীতম কোটাল, হরমিপাম রুইবাহ, নাওচা সিংহ, সন্দীপ সিংহ ও প্রবীর দাস।

মাঝমাঠ ও আক্রমণ ভাগ: জিয়াকসন সিংহ, ভিবিন মোহনান, হোহাইনবা মেইতেই, দানিশ ফারুখ, মোহাম্মদ আইমেন, মোহাম্মদ আজহার, ব্রাইস মিরান্ডা, সৌরভ মন্ডল, নিহাল সুদেশ, ঈশান পণ্ডিতা, রাহুল কেপি, দাইসুকে সকাই, কোয়ামি পিপরাহ, দিমিত্রিওস ডায়ামানটাকোস এবং বিদ্যাসাগর সিংহ।

Advertisement
Tags :
Advertisement