OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘ইস্তফা দিন’, মধ্যপ্রদেশে ভরাডুবির মূলপান্ডা কমলনাথকে নির্দেশ খাড়গের

11:03 AM Dec 05, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে লজ্জাজনক হারের পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের উপরে হাড়েহাড়ে চটেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, গতকাল সোমবারই ফোন করে কমলনাথকে প্রদেশ সভাপতির পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘লজ্জাজনক হারের পরেও কোন মুখে প্রদেশ সভাপতির পদ আঁকড়ে রয়েছেন?’ খাড়গের ধাতানির পরেই মঙ্গলবার দিল্লি এসে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করে ইস্তফা পেশের কথা জানিয়েছেন কমলনাথ।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজস্থানে ক্ষমতা ধরে রাখা যাবে না সে বিষয়ে নিশ্চিত ছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এমন লজ্জাজনক হারের মুখ দেখতে হবে তা ভাবতেও পারেননি মল্লিকার্জুন খাড়গেরা। তাই প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন। প্রার্থী বাছাই পর্বেই মধ্যপ্রদেশের প্রদেশ সভাপতি কমলনাথের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজের পেটোয়াদের দাঁড় করানোর মারাত্মক অভিযোগ উঠেছিল। তাছাড়া বিজেপি সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রচারেও না ঝাঁপানোর অভিযোগ উঠেছিল।

একাধিকবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছিল কমলনাথের বিরুদ্ধে। ভোট মিটতেই তাই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটলেন কংগ্রেস সভাপতি খাড়গে। সূত্রের খবর, শুধু মধ্যপ্রদেশই নয়, রাজস্থান এবং ছত্তিশগড়েও দলের খোলনলচে আমূল বদলাতে চাইছেন কংগ্রেস সভাপতি। বুড়ো নেতাদের বাদ দিয়ে তরুণ প্রজন্মের হাতে দলের নেতৃত্বের ভার তুলে দিতে চাইছেন। গত চার দশকের বেশি সময় ধরে দলে ছড়ি ঘোরানো অথর্ব নেতাদের গলাধাক্কা দেওয়ার মতো কঠোর পদক্ষেপের পথে হাঁটছেন কংগ্রেস সভাপতি।

Tags :
5 State Electionsaicc President Mallikarjun KhargeKsmalnath
Next Article