For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘মহাভারত’, ‘রামায়ণ’-কে কল্পকাহিনী বলায় সাসপেন্ড শিক্ষিকা

09:32 PM Feb 12, 2024 IST | Sundeep
‘মহাভারত’  ‘রামায়ণ’ কে কল্পকাহিনী বলায় সাসপেন্ড শিক্ষিকা
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মোদি জমানায় হিন্দুত্ববাদীরা কতটা অমিতপরাক্রমশালী তা টের পেলেন কর্নাটকের ম্যাঙ্গালুরুর এক কনভেন্ট স্কুলের শিক্ষিকা। কট্টর হিন্দুত্ববাদীদের কাছে দুই পৌরাণিক কাহিনী হিসাবে পরিচিত ‘মহাভারত’ ও ‘রামায়ণ’কে কল্পকাহিনী বলায় সাসপেন্ড হতে হয়েছে তাঁকে। এমনকি এফআইআর দায়েরও হয়েছে। আর ওই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তিবাদে বিশ্বাসী শিক্ষকরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ম্যাঙ্গালুরুর সেন্ট জেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা পড়ুয়াদের পড়ানোর সময়ে বলেন, ‘মহাভারত’ ও ‘রামায়ণ’ সম্পূর্ণই কল্পকাহিনী। ওই দুই কাহিনীর চরিত্ররা বাস্তবে ছিলেন না। ব্যস, আর যায় কোথায়! হিন্দু ধর্মের এমন অবমাননা কী করে মেনে নেন হিন্দু ধর্মের স্বঘোষিত ইজারাদাররা! রে-তে করে আসরে নেমে পড়ে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তাদের পাশে দাঁড়ান বিজেপি বিধায়ক বেইয়াস কামাথ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তারা।

Advertisement

ওই বিক্ষোভের জেরেই নড়েচড়ে বসে জেলা স্কুল শিক্ষা দফতর (ডিডিপিআই)। তড়িঘড়ি ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিক্ষুব্ধ জনতার হাতে যাতে স্কুল ভবন ভাঙচুর না হয় তার জন্য তড়িঘড়ি ওই শিক্ষিকাকে সাসপেন্ডও করেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এক বিবৃতিও জারি করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ৬০ বছরের বেশি এলাকায় শিক্ষাদান চালিয়ে যাচ্ছে সেন্ট জেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুল। অতীতে কখনই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেনি। পড়ুয়া-সহ অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Advertisement
Tags :
Advertisement