OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মাথা ঠান্ডা রাখুন, ভাল ব্যবহার করুন, বার্তা কলকাতা পুলিশকর্মীদের

লোকসভা নির্বাচনের মুখে লালবাজারের তরফে ‘সমঝে চলার’ বার্তাই দিয়ে দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মাথা ঠান্ডা ও ভাল ব্যবহারে জোর।
12:18 PM Feb 24, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) মুখে লালবাজারের তরফে কড়া বার্তা দেওয়া হল কলকাতা পুলিশের(Kolkata Police) সব কর্মী তথা আধিকারিকদের। কেননা নানা সময়ে ডিউটি চলাকালীন পুলিশকর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে নানা মহল থেকে দুর্ব্যবহারের অভিযোগ(Allegations of ill Behave) আসছে। এই ছবি বদলে ফেলে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দেশে বলা হয়েছে, ‘মাথা ঠান্ডা রাখুন, ভাল ব্যবহার করুন(Stay Cool, Behave Well)।’ এমনিতেই ভোট ঘোষণা হয়ে গেলেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। ভোটের ফলাফল বার হওয়ার পরে জাতীয় নির্বাচন কমিশন তা প্রত্যাহার না করা পর্যন্ত পুলিশ থাকবে কমিশনের অধীনে। তখন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের আর কোনও বড় ভূমিকা থাকবে না। তাই এখন থেকেই লালবাজারের(Lalbazaar) তরফে কলকাতা পুলিশের সব কর্মী তথা আধিকারিকদের কার্যত ‘সমঝে চলার’ বার্তাই দিয়ে দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা গিয়েছে, ভিভিআইপি ডিউটি চলাকালীন কলকাতা পুলিশের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আবার ট্রাফিক ডিউটিতে যারা আছেন তাঁদের ক্ষেত্রেও এই একই অভিযোগ এসেছে ভুরি ভুরি। আর তাই বাহিনীকে মাথা ঠান্ডা রাখার নির্দেশ দিয়েছে লালবাজার। কর্তব্যস্থলে উপস্থিত আমজনতার সঙ্গে কথা বলার সময়ে পুলিশকে বিনয়ী হতে বলা হয়েছে। লালবাজারের তরফে ট্র্যাফিক গার্ড-সহ বিভিন্ন জায়গায় ওই বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সম্প্রতি ভিআইপি ডিউটি পালনের সময়ে অভদ্র আচরণের ঘটনা সামনে এসেছে। তাই পুলিশকর্মীদের সতর্ক থাকতে এই নির্দেশ।

উল্লেখ্য, বুধবার দক্ষিণ কলকাতায় এক ভিভিআইপির কনভয়ে ঢুকে পড়েছিল পার্কিংয়ে থাকা একটি গাড়ি। অভিযোগ, যা দেখে চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন উপস্থিত পুলিশ ইনস্পেক্টর। তাঁকে ইতিমধ্যেই অন্যত্র বদলি করা হয়েছে। যদিও ওই বদলির সঙ্গে ঘটনার যোগ নেই বলে দাবি করেছে লালবাজার। ঘটনা হচ্ছে, ভিভিআইপি কনভয় পার করার সময়ে রাস্তার দু’পাশে গাড়ি কিছু সময়ের জন্য আটকে দেওয়া হয়। তা নিয়ে জনগণের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। আবার কনভয়ের রুটে অন্য কোনও গাড়ি বা সাধারণ মানুষ ঢুকে গেলে পুলিশকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ভিভিআইপি ডিউটি করতে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে কিংবা দুর্ব্যবহার করলে তার প্রভাব পড়ে কাজে। তাই কর্তব্যরত অবস্থায় মাথা ঠান্ডা রাখতে বলা হয়েছে।

Tags :
Allegations of ill BehaveGeneral Election 2024Kolkata PoliceLalbazaarStay Cool Behave Well
Next Article