OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পাকিস্তানে প্রয়াত খালিস্তানি জঙ্গিনেতা ভিন্দ্রানওয়ালের ভাইপো লখবীর সিং রোড়ে

11:57 AM Dec 05, 2023 IST | Srijita Mallick
Courtesy: Google

আন্তর্জাতিক ডেক্সঃ পাকিস্তানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন 'খলিস্তান লিবারেশন ফোর্স'-এর প্রধান লখবীর সিং রোড়ে। ৭২ বছর বয়সে প্রাণ হারালেন তিনি। খালিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের ভাইপো ছিল লখবীর। তিনি  ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিলেন বলেও অভিযোগ ওঠে। গোয়েন্দা সংস্থার মতে, তিনি লাহোরে থাকতেন। শুধু তাই নয় সেখান থেকে পাঞ্জাবে মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং টিফিন বোমাও পাঠাতেন। ১৯৮০-র দশকে আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশন বা আইএসওয়াইএফ নামক  সংগঠন চালু হয়েছিল। সেই সংগঠনের প্রধান ছিল লখবীর।

ভারতের একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  তার বিরুদ্ধে এনআইএ বিভিন্ন মামলায় তদন্ত করছে। সম্প্রতি অক্টোবর মাসে পাঞ্জাবের মোহালির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিশেষ আদালত আইনের ৩৩ (৫) ধারায়  বেআইনি কার্যকলাপের জন্য লখবীর সিংয়ের জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জালালাবাদ থানায় বোমা বিস্ফোরণ হয়। তদন্তে জানা গেছে যে লখবীর পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিল।

শুধু তাই নয় পাকিস্তানভিত্তিক 'মাস্টারদের' সঙ্গে যোগসাধন  করে লখবীর সিং পাঞ্জাবের জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করতে অস্ত্র, গোলাবারুদ, কাস্টম-তৈরি টিফিন বোমা, গ্রেনেড, বিস্ফোরক এবং মাদকসহ সন্ত্রাসবাদী হার্ডওয়্যারের চালান পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।তবে লখবীরের  প্রয়াণে প্রাক্তন জাঠেদার জসবীর সিং রোড়ে জানান,’পাকিস্তানে ইতিমধ্যেই লখবীরের সৎকার হয়েছে। এদিকে লখবীরের মৃত্যুর আসল কারণ সামনে আসেনি। বার্ধক্যজনিত কারণ নাকি অন্য কিছুতে তার মৃত্যু হয়েছে, সেই বিষয়ে জানা যায়নি কিছু। ‘

Tags :
Death.Khalistani TerroristLakhbir Singh RodePakisthan
Next Article