OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কলকাতা পৌরসভার সব হিয়ারিং আগাম ওয়েবসাইটে মিলবে : ফিরহাদ

04:03 PM Jan 20, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পৌর সংস্থার সমস্ত শুনানি এবার থেকে হেয়ারিং কবে হবে তা আগাম ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই খবর জানান । তিনি বলেন, অনেক সময় অভিযোগ আসে যে কলকাতা পুরসভার বিল্ডিং বা অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ডেট আমি জানতাম পারলাম না। এই ওয়েবসাইট সমস্ত হেয়ারিং তথ্য বিস্তারিত পাবেন নাগরিকরা। ফলে এবার থেকে আর সাধারণ মানুষকে চিন্তিত হতে হবে না। তাঁরা আগাম সব তথ্য পেয়ে যাবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। তিনি বলেন, জলের সমস্যা অনেক গুলি অ্যাডেড ওয়ার্ডে রয়েছে। আমরা ৭০০ কোটি টাকা খরচ করেছি। ১২টা জল প্রকল্প করা হয়েছে। এছাড়া মহেশতলাতে(Mahestala) একটা পাম্পিং স্টেশন হচ্ছে। তার ফলে অনেক ওয়ার্ড উপক্রিত হবে বলে জানান মেয়র। এছাড়াও অনেক জায়গায় জাকেটিং করা হচ্ছে। অনেক জায়গাই কাজ চলছে।

বর্ষা আছে তাই আমরা সমস্ত বোরোকে নিকাশি কাজে করতে বলেছি। ২০ হাজার মেট্রিক টন পাক তোলা হয়েছে। আমরা সবাইকে ছোট ছোট রাস্তাতে ডিসেলটিং করতে বলেছি। তাহলে আমরা বর্ষার আগে মানুষকে পরিষেবা দিতে পারবো। জল জমার সমস্যা ও হবে না। যাদবপুরে জলের সমস্যা আছে। আমরা ৩৪টি বুস্টার পাম্পিং স্টেশন(Pumping Station) করেছি। অ্যাডেড এলাকায় জলের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। খিদিরপুর থেকে কুদ্ঘাট পর্যন্ত সেই জল প্রকল্প যাবে বলে জানান মেয়র।যাদবপুরে জলের সমস্যা মেটাতে একটা পাম্পিং স্টেশন হয়ে গেছে। সেখানে আর জল জমার সমস্যা হবে না বলে আশ্বাস দেন মেয়র। তিনি বলেন যদি মানুষ প্লাস্টিক না ফেলে তাহলে সমস্যা হবে না।

মেয়র (Mayor)আরোও বলেন,আমাদের একটা সমস্যা আছে। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে আমরা বোরিং বন্ধ করে রেখেছি। অনেক জায়গায় বড় প্রজেক্ট তারা আমাদের থেকে অনুমতি নেয় না। কিন্তু পৃথিবীতে বোরিং নিয়ে বড় বিপদ।পৌর সংস্থা নিয়ে তিনি বলেন, টাকিতে আমাদের দল ব্যাবস্থা নিয়েছে। দুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। ঝলদা একটা সমস্যা আছে কারণ একবার এখনে এবার একবার ওইখানে হচ্ছে। আর কাঁথিতে সংখ্যাগরিষ্ট থাকলে থাকবে আর থাকবে না। বলে জানান মেয়র।

আমরা বাংলায় কেউ কারোর গায়ে হাত দিই না। বাংলার সংস্কৃতি নয় , এই সংস্কৃতি অমিত শাহর রাজ্য রয়েছে। আমরা সংহতিতে বিশ্বাস করি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্নয় বিশ্বাস করি । বাংলা হচ্ছে সংহতি । তারা রামকে রাজনীতিক ভাবে ব্যাবহার করছে।মেয়র বলেন,আসানসোলে মহিলাদের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের সংস্কৃতি নয়। কারণ আমরা মা দুর্গার পূজা করি। কিন্তু বাইরে রাজ্য মহিলা হওয়া একটা বিপদ মনে করা হয়। কিন্তু আমাদের এখানে মেয়ে জন্মালে আমরা গর্ব করি। বেটি পাড়াও বেটি বাঁচাও কন্যাশ্রীর(Kaynashree) পথে হাঁটতে হবে।ব্যারাকপুরে অর্জুন - শ্যাম দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, এটা আমি জানি না। আমাদের দলের সভাপতি সেটা দেখছে।২২ জানুয়ারি ছুটি কেন দেবে । যারা রাম মাদির করছেন তাদের কে শুভেচ্ছা জানাই। তার জন্য ছুটি কেন? আজ কিছু করো না কিন্তু হ্যাঁ? প্রশ্ন ফিরহাদ হাকিমের।হুমায়ূন কবির এর বক্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, আমরা ৪০ থেকে ৬০ সবাই একসঙ্গে আছি। বয়স্ক হোক বা যুবক সবাই একসঙ্গে কাজ করি । কে কি বলল সেটা তার মত দলের মত নয় বলে জানান মেয়র।

Tags :
KMC MayorMayor Firhad Hakim
Next Article