For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মেয়র হওয়ার শতবর্ষ, উদযাপনের পথে কলকাতা পুরনিগম

আগামী ১৬ এপ্রিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কলকাতা পুরনিগমের মেয়র পদে শপথ গ্রহণের শতবর্ষ পূর্ণ হতে চলেছে। উদযাপন হবে ভোটের পরে।
10:38 AM Apr 13, 2024 IST | Koushik Dey Sarkar
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মেয়র হওয়ার শতবর্ষ  উদযাপনের পথে কলকাতা পুরনিগম
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আর ঠিক ৩ দিন। তারপরেই পূর্ণ হয়ে যাবে ১০০ বছর। কেননা ১৯২৪ সালের ১৬ এপ্রিল পরাধীন ভারতবর্ষের বুকে শহর কলকাতার(Calcutta Municipality) প্রথম জননির্বাচিত মেয়র(First Public Elected Mayor) হিসাবে শপথগ্রহণ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস(Deshbandhu Chittaranjan Das)। সেই দিনটি কলকাতা পুরনিগমের(KMC) ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে, আগামী দিনেও থাকবে। সেই শতবর্ষ পূর্ণ হচ্ছে আগামী ১৬ এপ্রিল। কিন্তু এখন দেশে লোকসভা নির্বাচন চলছে। লাগু আছে আদর্শ আচরণবিধি। তাই কলকাতা পুরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোট মিটলে সাড়ম্বরে এই শতবর্ষ পূর্ণতার উদযাপন করা হবে। আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee)। একই সঙ্গে জানা গিয়েছে, সেই শতবর্ষের স্মারক হিসেবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ, শহরের ১০০টি ছবির অ্যালবাম প্রকাশ করবে। ঘটনাচক্রে চলতি বছর Calcutta Municipal Gazette প্রকাশেরও ১০০ বছর। বাম আমলে এই গেজেটের নাম পাল্টে হয়ে গিয়েছে পুরশ্রী। এখন সেই পুরশ্রীর একটি বিশেষ সংখ্যা প্রকাশের তোড়জোড় চলছে।

Advertisement

১৭২৬ সালে ব্রিটিশ বণিকদের হাত ধরে পত্তন ঘটে কলকাতা পুরসভার। সেই সময় নির্বাচনের কোনও ব্যবস্থা ছিল না। পুরসভা চালানোর জন্য British East India Company তাঁদের পছন্দ মতন কাউকে পুরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত করতো। বলাই বাহুল্য তিনি একজন ইংরেজই হতেন। তারপর বিভিন্ন সময় ধাপে ধাপে পুরসভার প্রশাসনিক কাঠামোর পরিবর্তন হয়েছে। ১৯২৩ সালে বাংলায় Local Self Government আইনের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় Calcutta Municipal Act’র অধীনে জনগণের ভোটাধিকার ও বাৎসরিক নির্বাচনের মাধ্যমে মেয়র পদে বসার আইন প্রণয়ন করেন। সেবারই দেশের মধ্যে প্রথমবার কলকাতায় মহিলারা ভোটাধিকারের মান্যতা পান। তখনই কাশীপুর, মানিকতলা, চিৎপুর এবং গার্ডেনরিচ যুক্ত হয় শহর কলকাতার সঙ্গে। এরপরে ১৯২৪ সালের নির্বাচনে কলকাতা পুরনিগমের প্রথম মেয়র নির্বাচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঘটনাচক্রে সেই বোর্ডেই Chief Executive Officer হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। তারপর বছর বছর নির্বাচনের মাধ্যমেই কলকাতা পুরনিগমের মেয়র নির্বাচিত হতো।

Advertisement

১৯৪৮ খ্রিস্টাব্দের মার্চ মাস অবধি এই আইনে চলত শহর। তারপর ফের সংশোধন হল। এল Calcutta Municipal Act, 1951। তা চালু হল ১৯৫২ সালের ১ মে। তারপর নিরন্তর চলল পরিবর্তন। ভাঙা ও গড়ার একাধিক পর্ব। ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৭৫ থেকে হল ১০০। ১৯৫১ সালের পুর আইনে ১জন নির্বাচিত মেয়র, ১জন ডেপুটি মেয়র এবং ৫ জন অল্ডারম্যানের পদ নির্দিষ্ট হল। ১৯৭২ সালে রাজ্য সরকার কলকাতা পুরনিগমকে অধিগ্রহণ করে। তারপর ১৯৮৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হল Calcutta Municipal Act, 1980। এইভাবে বহু পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই কাঠামো তৈরি হয়েছে। বর্তমানে যাদবপুর, সাউথ সাবারবান গার্ডেনরিচ ও জোকা বৃহত্তম কলকাতার অন্তর্গত। এখন নির্বাচিত কাউন্সিলারের সংখ্যা ১৪৪। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেয়র হিসেবে তার প্রথম ভাষণে দরিদ্র নারায়ণ সেবার কথা বলেছিলেন। যা আজও মেনে চলেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। শহরবাসী বিনামূল্য পাচ্ছেন স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল।

Advertisement
Tags :
Advertisement