OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন জানতাম: মেসি

ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ টাইব্রেকারে গড়ালেও আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চিত ছিলেন জয় হবে তাঁদেরই।
01:59 AM Dec 19, 2022 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, দোহা: তাঁর হাত ধরেই ৩৬ বছরের শাপমুক্তি ঘটল। তাঁর হাত ধরেই ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। তাঁর হাত ধরেই স্বপ্নপূরণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি নীল-সাদা জার্সির ভক্তদের। তিনি লিওনেল মেসি। যাঁর পায়ের জাদুর সাক্ষী থেকেছে রবিবার গোটা বিশ্ববাসী। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ টাইব্রেকারে গড়ালেও আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চিত ছিলেন জয় হবে তাঁদেরই। ম্যাচ শেষে সেই উপলব্ধির কথা জানাতে গিয়ে ‘গোল্ডেন বল’ এর মালিক বলেছেন, ‘আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেনই। আমরা অনেক কষ্ট করেছি এবং শেষ পর্যন্ত পেরেছি।’

এদিন বিশ্বকাপ হাতে ধরার স্বপ্নপূরণ হওয়ার পরে মাঠের মধ্যেই শিশুর মতো দুই সন্তানের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে লিওনেল মেসিকে। অথচ প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো হয়নি নীল-সাদা জার্সিধারীদের। প্রথম ম্যাচেই সৌদি আরবের মতো অজ্ঞাতকুলশীল দলের কাছে হারতে হয়েছিল। আর ওই ম্যাচের পরে সমালোচনার শরে বিদ্ধ হয়েছিলেন আধুনিক ফুটবলের রাজপুত্র সহ তাঁর সতীর্থরা। প্রথম ম্যাচে হারার পরে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন আলভারেজ, মলিনা, আনহেল ডি মারিয়ারা। কথা রেখেছেন তাঁরা।

রবিবার রাতে অবিশ্বাস্য এক ফাইনালের সাক্ষী থেকেছে গোটা বিশ্ববাসী। বিশ্বের সেরা  ফুটবলারের স্বপ্নও পূর্ণতা পেল। ম্যাচ শেষে ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষা‍ৎকারে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। ঈশ্বরকে ধন্যবাদ তিনি শেষ পর্যন্ত আমাকে দিয়েছেন। এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’ যদিও ৩৬ বছরের শাপমুক্তি ঘটানোর পরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধুনিক ফুটবলের রাজপুত্র।

Tags :
Argentina beat FranceLionel messi
Next Article