For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কৃষ্ণনগরে সিবিআইয়ের গাড়ির সামনে 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মীদের

10:24 PM Mar 23, 2024 IST | Subrata Roy
কৃষ্ণনগরে সিবিআইয়ের গাড়ির সামনে  জয় বাংলা  স্লোগান তৃণমূল কর্মীদের
Advertisement

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর:সিবিআই-এর গাড়ি ঘিড়ে 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। শনিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দেয় সিবিআই এর প্রতিনিধি দল। প্রায় তিন ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর সিবিআই(CBI) এর প্রতিনিধি দল যখন গাড়িতে করে রওনা দিচ্ছিলেন ঠিক তখন সিবিআই এর গাড়ির সামনে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে' জয় বাংলা 'স্লোগান দিতে থাকে।

Advertisement

উল্লেখ্য ,কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে আদালত তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় সিবিআইকে। ঠিক সেই মতো শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের ফ্ল্যাটে সিবিআই এর প্রতিনিধি দল প্রথমে হানা দেয়। তার কয়েক ঘণ্টা পরেই কৃষ্ণনগরে যে দলীয় কার্যালয়ে সাংসদ কাজকর্ম করতেন সেই কার্যালয়ে বেলা তিনটে নাগাদ হানা দেয় সিবিআই এর আরেক প্রতিনিধি দল। প্রথমে প্রায় ঘন্টাখানেক ওই কার্যালয়ে তল্লাশি চালায় তারা। পরবর্তী কালে কার্যালয় থেকে কিছুটা দূরত্বে যেখানে সাংসদ মহুয়া মন্ত্র রাত্রি যাপন করতেন সেই বাড়িতে হানা দেয়। সেখানেও দীর্ঘ তল্লাশি চালানোর পর তারা বিকেল নাগাদ গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

Advertisement

সি বি আই এর প্রতিনিধি দল যখন গাড়িতে উঠছিলেন ঠিক সেই সময় একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা তাদের গাড়ির সামনে এসে 'জয় বাংলা'(Jai Bangla) স্লোগান দিতে থাকে। তৃণমূল কর্মীদের দাবি, মূলত রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)বিরুদ্ধে এই তদন্ত চালাচ্ছে। বিজেপি যত নোংরামি করবে তৃণমূলের ভোটব্যাঙ্ক আরও তত বেশি বাড়বে। পাশাপাশি তারা বলেন বিজেপিকে বলছি সিবিআইকে দিয়ে নয়। ক্ষমতা থাকলে মাঠে নেমে লড়াই করুন। তবে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সিবিআই অফিসারদের নিরাপদে এলাকা থেকে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisement
Tags :
Advertisement