For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সাতপাকে বাঁধা পড়লেন পুলকিত-কৃতি, প্রকাশ্যে আনলেন রুপকথা বিয়ের ঝলক

র আগে, ভ্যালেন্টাইনস ডে-তে, দম্পতি তাদের রোমান্টিক যাত্রা থেকে কিছু স্ন্যাপশটগুলি ভাগ করে নিয়েছিলেন।
02:48 PM Mar 16, 2024 IST | Sushmitaa
সাতপাকে বাঁধা পড়লেন পুলকিত কৃতি  প্রকাশ্যে আনলেন রুপকথা বিয়ের ঝলক
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির সানাই। অবশেষে অপেক্ষার অবসান! সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের স্বনামধন্য তারকা জুটি কৃতি খারবান্দা এবং অভিনেতা পুলকিত সম্রাট। বহুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে চলছিল জোর চর্চা। তাঁদের বাগদানের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। এরপর তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্রও ভাইরাল হয়ে যায়। কিন্তু তারকা জুটি তাঁদের বিয়ের খবর গোপনেই রেখেছিলেন। অবশেষে 'ড্রিমিং ওয়েডিং' করলেন কৃতি-পুলকিত।

Advertisement

বিয়ের শেষে নিজেরাই ছবি প্রকাশ্যে আনলেন তারকা জুটি। শুক্রবার, ১৫ মার্চ গুরগাঁওতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ১৬ মার্চ, দম্পতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি শেয়ার করে আনুষ্ঠানিক ঘোষণা করে লিখলেন, "গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত। নিচু এবং উঁচুতে, এটি কেবল তুমিই।" বিয়েতে গোলাপী লেহেঙ্গা পরেছিলেন কৃতিকে এবং পুলকিত একটি পুদিনা সবুজ শেরওয়ানি পরেছিলেন।

Advertisement

এর আগে, ভ্যালেন্টাইনস ডে-তে, দম্পতি তাদের রোমান্টিক যাত্রা থেকে কিছু স্ন্যাপশটগুলি ভাগ করে নিয়েছিলেন। সেটা তাঁদের বাগদানের ছবি ছিল। এদিকে, কৃতি এবং পুলকিতের প্রেম শুরু হয়েছিল 'পাগলপান্তি'-এর সেট থেকে। এছাড়াও তাদের অন-স্ক্রিন সহযোগিতার মধ্যে রয়েছে 'ভিরে কি ওয়েডিং' এবং 'তাইশ'। তবে পুলকিত এর আগে সুপারস্টার সলমান খানের বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন, তবে ১১ মাস পরে তাদের বিবাহিত জীবন শেষ হয়।

Advertisement
Tags :
Advertisement