For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কেরলের মুখ্যমন্ত্রীর  গাড়িবহরে জুতা ছোঁড়ার অপরাধে দায়ের মামলা

01:32 PM Dec 11, 2023 IST | Srijita Mallick
কেরলের মুখ্যমন্ত্রীর  গাড়িবহরে জুতা ছোঁড়ার অপরাধে দায়ের মামলা
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গাড়িবহরে জুতা নিক্ষেপের অভিযোগে কেরল স্টুডেন্ট ইউনিয়নের (কেএসইউ) চার কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে  মামলা । কুরুপ্পাপাডি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৮৩ ধারা (জনসাধারণের পথে বিপদ বা বাধা), ৩০৮ (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের চেষ্টা), ৩৫৩  সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।

Advertisement

রবিবার পেরুম্বাভুর থেকে কোথামঙ্গলম যাওয়ার পথে বিজয়নের গাড়িবহরে জুতা নিক্ষেপের অভিযোগ উঠেছিল কেরল স্টুডেন্টস ইউনিয়নের  চার কর্মীর  বিরুদ্ধে। এই নিয়েই এদিন বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন বলেন, ‘জুতা নিক্ষেপ করা প্রতিবাদের গণতান্ত্রিক উপায় নয়। আমরা এ ধরনের কাজকে উৎসাহিত করব না। কিন্তু মুখ্যমন্ত্রী শুধু জুতা নিক্ষেপের জন্য খুনের চেষ্টার মামলা দায়ের করে করেছে। আমরা এটাই সহমত নয়।‘

Advertisement

শুধু তাই নয় বিরোধী দলনেতা কেএসইউ নেতৃত্ব বিক্ষোভের অংশ হিসাবে জুতা নিক্ষেপ অব্যাহত রাখবে এমন কিছু সংবাদের কথা অস্বীকার করেছে এবং বলেছে যে এটি প্রতিবাদের গণতান্ত্রিক পদ্ধতি নয়। প্রসঙ্গত, কেরল স্টুডেন্টস ইউনিয়নের (কেএসইউ) কর্মীরা রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের গাড়ি বহরে কালো পতাকা উত্তোলন করে এবং জুতা নিক্ষেপ করে। এই ঘটনার পর কনভয়ের নিরাপত্তা কর্মীরা কয়েকজন কেএসইউ  কর্মীকে ধরে নিয়ে যায় । জানা গিয়েছে , কনভয়টি ঘটনাস্থলে পৌঁছানোর আগে কর্মীরা কালো পতাকা উত্তোলন করেছিল । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কুরুপুম্পাডি পুলিশ ঘটনার তদন্ত করছে।

Advertisement
Tags :
Advertisement