OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কুণাল ট্যুইটে বিদ্ধ মিঠুন সহ রাজ্যপাল

গতকাল তৃণমূলনেত্রী মিঠুনকে আক্রমণের যে সুর বেঁধে দিয়েছিলেন সেই সুরেই এদিন আক্রমণ শানিয়েছে কুণাল। মিঠুনের পাশাপাশি নিশানায় রাজ্যপালও।
11:49 AM Apr 19, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ভোটের সকালে ২জনকে উদ্দেশ্য করে দুটি পৃথক ট্যুইট(Tweet)। আর তাতেও শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কারণ সেই দুই ট্যুইট করেছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। আর যাদের উদ্দেশ্যে করেছেন তাঁরা হলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty) এবং বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। দুই ট্যুইটেই কুণাল কার্যত দুইজনকে নিশানা বানিয়েছেন। গতকাল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিশানা বানিয়েছিলেন মিঠুনকে। এদিন কার্যত সেই সুরেই কুণাল নিশানা বানিয়েছেন মিঠুনকে। আবার রাজ্যপালকে তিনি আক্রমণ করেছেন তাঁর রাজভবনে বসে নির্বাচন তদারকি করার ভূমিকা নিয়ে।

গতকাল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে মমতা আক্রমণ করেন মিঠুনকে। তিনি বলেন, ‘বিজেপি এখন জেতার জন্য ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করাতে। এই যে মিঠুন চক্রবর্তীও এসেছে প্রচার করতে। এই মিঠুনকেই আমি রাজ্যসভার এমপি করেছিলাম। তখন জানতাম না ও বাংলার আরও একটা বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। ভয়ে আরএসএস অফিসে চলে গিয়েছিল। নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার আরএসএস অফিসে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি। যারা দো আঁশলা, যাদের আদর্শ নেই, তাঁদের আমি মানুষ বলে মনে করি না। ও এত বড় গদ্দার আমি জানতাম না।’

কার্যত সেই সুর বজায় রেখেই এদিন কুণাল তাঁর ট্যুইটে লেখেন, ‘মিঠুন প্রসঙ্গে: 1) অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। বিপুল টাকা নিয়েছেন। ফেরতের খবর নেই। গ্রেপ্তার হননি। 2) সারদার টাকা নিয়েছেন। গ্রেপ্তার হননি। প্রথমে টাকা ফেরত দেননি। CBI, ED হওয়ার পর টাকা ফেরত দিয়েছেন ভয়ে। 3) দক্ষিণ ভারতে পরিবেশ নষ্ট করে বড় নির্মাণের অভিযোগ। 4) বিনা অনুমোদনে স্কুল খুলে ছাত্রদের অথৈ জলে ফেলার অভিযোগ। 5) স্ত্রী, পুত্রের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। এসবের পরিপ্রেক্ষিতে তদন্ত ও গ্রেপ্তার এড়াতে @MamataOfficial র দেওয়া @AITCofficial র রাজ্যসভা সাংসদ হঠাৎ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কুৎসায় নেমেছেন। সুবিধাবাদী, পাল্টিবাজ, দলবদলু।’

এরপরের ট্যুইটে কুণাল নিশান বানান রাজ্যপালকে। লেখেন, ‘ভোট চলাকালীন পিস রুম-এর নামে @AITCofficial বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন @AITCofficial র প্রতিবাদে। তাই রাজভবনকেই অপব্যবহার করছেন ভোট চলাকালীন।’

Tags :
C V Anand BoseKunal GhoshMamata BanerjeeMithun ChakrabartyTweet.
Next Article