OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শুভেন্দু অধিকারীকে দেখলেই চোর চিটিংবাজ বলতে হবে : কুণাল ঘোষ

06:59 PM Nov 27, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,তমলুক: টার্গেট শুভেন্দুর জেলা,দাওয়াই চাটাই বৈঠকের। ২০ মিনিট বক্তব্যে যদি শুভেন্দুকে গালাগালি না দিতে পারো, তাহলে সে বক্তাই নয়। রাস্তায় দেখলেই চোর চিটিংবাজ বলতে পারলে তবেই সে আসল তৃণমূল। তমলুকে বললেন কুণাল ঘোষ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের সরকার পরিবর্তনে মরিয়া তৃণমূল। ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার লড়াই শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভার আসনের(Loksabha Election) মধ্যে তৃণমূলের টার্গেটে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন। তমলুক ও কাঁথি লোকসভার দুটি আসন যাতে কোনো ভাবেই বিজেপি না পায়, তার জন্য এখন থেকেই লোকসভা নির্বাচনে প্রস্তুতি এক প্রকার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

সোমবার পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নিমতৌড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করে সুফল পেয়েছি। তাই আগামী লোকসভা নির্বাচনে চাটাই বৈঠকের মধ্যদিয়ে জেলার দুটি লোকসভা আসন গাদ্দারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষা দিতে হবে।

শুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ঘটনাস্থলে না গিয়ে বিশ্বকাপে মেতেছেন। " মাঠে গেলেন নরেন,কাপ গেলো ফরেন" প্রধানমন্ত্রীর(PM) বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কুণালের কটাক্ষ। পাশাপাশি কলকাতায় ২৯ তারিখে বিজেপি যে সমাবেশের আয়োজন করেছে তা নিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে(Sahid Minar) সভা করি শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু ওদের সেই ইতিহাস নেই । তৃণমূল করে বলে প্রতিহিংসায় ভুগছে।এদিনের সভায় কুণালবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক ফিরোজা বিবি, সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি, সভাপতি অসীত ব্যানার্জি সহ অন্যান্যরা।দলীয় নেতৃত্বের প্রতি কুণালের মন্তব্য ২০ মিনিট বক্তব্যে যদি শুভেন্দুকে গালাগালি না দিতে পারো তাহলে সে বক্তাই নয়। রাস্তায় দেখলেই চোর চিটিংবাজ বলতে পারলে তবেই সে আসল তৃণমূল করে বলে দাবি করেন কুণাল ঘোষ।এদিনের বৈঠক থেকে একপ্রকার লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে যে দেওয়া হল তা বলাই বাহুল্য।

Tags :
Kunal GhoshKunal Ghosh Political Target Suvendu Adhikari At Tamluk
Next Article