OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

Cyber Crime ঠেকাতে প্রতারকদের IMEI নম্বর ব্লক করার পথে লালবাজার

এতদিন পুলিশের হাতে Cyber Crime ঠেকাবার জন্য Sim Card ব্লক করে দেওয়ার ক্ষমতা ছিল। তার সঙ্গে যোগ হচ্ছে IMEI নম্বর ব্লক করে দেওয়ার ব্যবস্থাও।
03:45 PM Dec 20, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে সাইবার অপরাধ ঠেকাতে কোমর বাঁধছে প্রশাসন। কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, Cyber Crime ঠেকাতে প্রতারকদের মোবাইলের International Mobile Equipment Identity বা IMEI Number ব্লক করে দেওয়া হবে। ফলে সাইবার প্রতারণার জন‌্য ফোন করলে নিস্তার পাবে না অপরাধীরা। এতদিন পুলিশের হাতে Cyber Crime ঠেকাবার জন্য Sim Card ব্লক করে দেওয়ার ক্ষমতা ছিল। এবার তার সঙ্গে যোগ হচ্ছে IMEI নম্বর ব্লক করে দেওয়ার ব্যবস্থাও। পুলিশ এই ব্যবস্থা নেওয়া শুরু করলেই বন্ধ হয়ে যাবে Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীদের মোবাইল। এই ব‌্যাপারে প্রত্যেক মাসে লালবাজারকে রিপোর্ট দেবে Cyber Crime দমনের জন‌্য কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন বা এলাকার Cyber Cell। পুলিশকর্তাদের মতে, এভাবে সাইবার অপারধীদের একের পর এক মোবাইল বিকল করে দিলে মোবাইল ব‌্যবহার করে অপরাধ করার প্রবণতাই কমবে।   

লালবাজারের সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশনের Cyber Cell’র আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। ওই বৈঠকেই সাইবার অপরাধীদের বিরুদ্ধে আরও কড়া ব‌্যবস্থা নেওয়ার ব‌্যাপারে সাইবার সেলগুলিকে নির্দেশ দেন লালবাজারের কর্তারা। গোয়েন্দা কর্তাদের মতে, বড় অংশের সাইবার অপরাধ ঘটানোর পিছনে রয়েছে মোবাইল। কখনও কখনও ব‌্যাঙ্কের কর্তা পরিচয় দিয়ে ফোন করা হয়। কখনও বা অনলাইন বিপনি বা ভুয়ো পরিচয় দিয়েও ফোন করে সাইবার অপরাধীরা। আবার কোনও সংস্থা বা হোটেলের ভুয়ো ওয়েবসাইটে দেওয়া ফোন করেও সাইবার জালিয়াতদের কবলে পড়েন বহু শহরবাসী। সাধারণভাবে অভিযোগ দায়ের হওয়ার পর সাইবার অপরাধীরা যে নম্বর থেকে ফোন করেছে, সেটি বা সিম কার্ডটি ব্লক করে দেয় লালবাজার। অনেক সময়ই কোনও সিম কার্ড ব‌্যবহার করে অভিযোগকারীর ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার পরও তাড়াতাড়ি অভিযোগ পাওয়ার ফলে সেই টাকা আটকে দেয় পুলিশ। সাইবার জালিয়াতদের হাতে টাকা পৌঁছনোর বদলে তা ফেরত দেওয়ার ব‌্যবস্থা হয় অভিযোগকারীকে।   

এবার টাকা ফেরত দেওয়া হলেও সাইবার অপরাধীদের সেই সিমকার্ডগুলিও ব্লক করে দেওয়া হচ্ছে। সাইবার অপরাধ সংক্রান্ত একটি কেন্দ্রীয় পোর্টালেও এবার মোবাইলের IMEI নম্বর ব্লক করার ব‌্যবস্থা করা হচ্ছে। তারই ভিত্তিতে লালবাজারের সাইবার থানাও সাইবার অপরাধীদের IMEI নম্বর ব্লক করার ব‌্যবস্থা নিচ্ছে। ১৫টি সংখ‌্যার নম্বর মোবাইলের প্রাণভোমরা। এই নম্বর সফ্টওয়‌্যারের মাধ‌্যমে পুলিশ ব্লক করে দিতে পারে। তার ফলে আক্ষরিক অর্থে অকেজো হয়ে যাবে মোবাইল। আপাতত ৪০টি মোবাইলের নম্বর ও IMEI নম্বর ব্লক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনও শহরবাসীকে ফোন করে জালিয়াতির চেষ্টা করা হলেও তিনি লালবাজারের সাইবার সেলকে বিষয়টি অভিযোগের আকারে জানাতে পারেন। তবে ওই নম্বর বা IMEI নম্বর ব্লক করার আগে নম্বরের মালিকের ব‌্যাপারে যাচাই করে নেওয়া হবে। প্রত্যেক মাসে কতগুলি সাইবার অপরাধ সংক্রান্ত ফোন আসে, ডিভিশনের সাইবার সেলগুলি থেকে সেই তথ্যের ডেটা নেওয়া হয়। এবার ওই তথ্যের ভিত্তিতে সাইবার সেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কোন কোন নম্বর বা IMEI নম্বর ব্লক করে দেওয়া হবে, সেগুলির সুপারিশ করতে। সেইমতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।  

Tags :
Cyber crimeIMEI NumberKolkataKolkata PoliceSim card
Next Article