OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শনিবার ছুটির দিনে বিধানসভায় তদন্তে লালবাজারের গোয়েন্দা টিম

07:17 PM Dec 02, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় শনিবার ছুটির দিনে বিধানসভায় তদন্ত করতে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা টিম। বিধানসভার শীতকালীন অধিবেশন চললেও, শনি এবং রবিবার বন্ধ থাকে অধিবেশন। তাই স্বাভাবিক কারণেই বিধায়কেরা কেউই বিধানসভায় আসেন না। শনিবার দুপুরের দিকে বিধানসভায় যায় কলকাতা পুলিশের একটি টিম। সেই টিমের সদস্যরা যেখানে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই স্পটের ভিডিও(Video) তোলার পাশাপাশি স্টিল ছবিও তোলে। সোমবার এই অভিযোগে তদন্তে লালবাজারে(Lalbazar) পাঁচজন বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে।

বিধানসভাতে গত বুধ এবং বৃহস্পতিবার তৃণমূল এবং বিজেপির ধর্না-পাল্টা ধর্না হয় । বুধবার সেখানে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিধানসভার অম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শাসকদলের মন্ত্রী, বিধায়কেরা। ওই একই সময়ে তৃণমূলের ধর্নাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির বিধায়কেরা। তারা সরকার-বিরোধী স্লোগান দিতে থাকে। তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময়েও বিজেপি শিবির থেকে স্লোগান শোনা যাচ্ছিল বলে অভিযোগ।এনিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলেন। পরে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya), উপমুখ্যসচেতক তাপস রায় ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগপত্র জমা দেন।

ওই ১২ জনের তালিকায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নামও ছিল। পরে তা তালিকা থেকে বাদ দেওয়া হয়।বুধবারের পর বৃহস্পতিবারেও বিধানসভায় অনুরূপ ঘটনা ঘটে। সে দিনও একটি চিঠি যায় স্পিকারের কাছে। স্পিকার দু’দিনের দু’টি চিঠি লালবাজারে পাঠিয়ে দেন। তার পরেই হস্তক্ষেপ করে কলকাতা পুলিশ(Kolkata Police)। শুক্রবার জানা গিয়েছিল, বিজেপির সাত জন বিধায়ককে লালবাজারে ডাকা হয়েছে। তাঁরা হলেন শঙ্কর ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, মনোজ টিগ্গা, দীপক বর্মন, নীলাদ্রি শেখর দানা, বঙ্কিম ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়। পরে জানা যায়, মিহির গোস্বামী, মালতী রায় রাভা এবং চন্দনা বাউড়িকেও নোটিস দেওয়া হয়েছে। দলীয় বিধায়কদের বিরুদ্ধে এই পুলিশি পদক্ষেপ আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়কদের বিরুদ্ধে এফআইআর খারিজের বিষয়ে তিনি আইনি শলাপরামর্শ শুরু করেছেন বলে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।

নোটিস পাওয়া এক দল বিধায়ককে সোমবার লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। আর এক দল বিধায়ককে মঙ্গলবার লালবাজারে তলব করা হয়েছে। সেই তলবের পরেই বিধানসভায় এসে যাবতীয় ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করে কলকাতা পুলিশ। ঘটনার পরে বিধানসভায় এসে দু’বার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Bandopadhay) সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার। বৃহস্পতিবার ডিসি সেন্ট্রালের সঙ্গে বিধানসভায় এসেছিলেন যুগ্ম পুলিশ (JT CP)কমিশনার মীরাজ খালিদ ও ডিসি (এনফোর্সমেন্ট) রাহুল দে। শুক্রবার বিধানসভায় কলকাতা পুলিশের গতিবিধি সে ভাবে চোখে পড়েনি। কিন্তু শনিবার জাতীয় সঙ্গীতের অবমাননার মামলার তদন্তের গতি বৃদ্ধি করতে যাবতীয় তথ্য সংগ্রহ করে তারা।

Tags :
Lalbazar Special TeamLalbazar Special Team Visit Assembly Compound
Next Article