OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কলকাতার Cyber Crime’র এলাকা ভিত্তিক Mapping করবে লালবাজার

কলকাতার কোন থানা এলাকায় Cyber Crime’র সংখ্যা বেশি, এবার তার Mapping করবে লালবাজার। চিহ্নিত করা হবে Cyber Crime Prone থানা।
04:50 PM Dec 25, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) কোন কোন থানা এলাকায় Cyber Crime’র সংখ্যা বেশি, এবার তার Mapping করবে লালবাজার। থানা ধরে ধরে জোগাড় করা হবে Cyber Crime’র পরিসংখ্যান। যার ভিত্তিতে চিহ্নিত করা হবে Cyber Crime Prone Police Station। তারপর ওই থানা এলাকায় চালানো হবে বিশেষ প্রচার যাতে সেখানকার বাসিন্দারা Cyber Crime নিয়ে সজাগ হন। কলকাতা পুলিশের(Kolkata Police) কাছে Cyber Crime’র অপরাধীরা এখন মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে। তারা নিত্যনতুন কায়দায় জালিয়াতি করছে। যা ঘুম কেড়েছে তদন্তকারীদের। ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে এতদিন OTP জেনেই টাকা লোপাট করত প্রতারকরা। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে Online জালিয়াতি। যেখানে কিছু কেনাকাটার টোপ দিয়ে সাফ করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবার আধার জালিয়াতি করে Finger Print’র তথ্য নিয়েও লক্ষ লক্ষ টাকা গায়েব করে দিচ্ছে তারা। এ ধরনের অপরাধ মোকাবিলায় তাই কোমর বেঁধে নামতে চাইছে লালবাজার। যাতে Cyber Crime’র সংখ্যা কমানো যায়।    

তারই প্রথম পদক্ষেপ হিসেবে কলকাতা পুলিশের আধিকারিকরা শহরে কোন ধরনের Cyber Crime বেশি হচ্ছে এবং কোন কোন এলাকায় হচ্ছে, তা খতিয়ে দেখছেন। সেই কারণে তাঁরা Data ধরে বিশ্লেষণ করছেন। সেখান থেকেই জানা যাবে, কোন এলাকা Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীদের Hotspot হয়ে উঠেছে। এছাড়াও কোন থানায় এ নিয়ে বেশি অভিযোগ জমা পড়ছে, তাও চিহ্নিত করতে চাইছেন তাঁরা। এক মাস ধরে এ নিয়ে পর্যালোচনা চলবে। সূত্রের খবর, জালিয়াতদের দাপট অভিজাত এলাকায় বেশি, নাকি যে সব জায়গায় মধ্যবিত্তের বাস, সেখানে বেশি, তাও খতিয়ে দেখা হবে। Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীরা যাদের নিশানা করছে, তাঁদের মধ্যে প্রবীণ ও তরুণ প্রজন্মের হার কত, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এরপর থানা ধরে ধরে চলবে প্রচার। Cyber Crime’র সঙ্গে জড়িত অপরাধীদের বিষয়ে মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে জালিয়াতদের মোকাবিলা করবেন আধিকারিকরা।

Tags :
Cyber crimeCyber Crime Prone Police StationKolkataKolkata PoliceMapping
Next Article