For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রয়াত 'সাথ নিভানা সাথিয়া'র 'বা' তথা অপর্ণা কানেকার, শোকের ছায়া মুম্বই টেলি মহলে

এই দুঃখজনক সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে, শোতে অপর্ণার সহ-অভিনেতা লাভি সাসান, যিনি শোতে পরিধির ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি একটি পোস্টে লিখেছেন, তিনি 'সবচেয়ে সুন্দর শক্তিশালী ব্যক্তি' ছিলেন।
12:46 PM Nov 05, 2023 IST | Sushmitaa
প্রয়াত  সাথ নিভানা সাথিয়া র  বা  তথা অপর্ণা কানেকার  শোকের ছায়া মুম্বই টেলি মহলে
Advertisement

নিজস্ব প্রতিনিধি: এককালে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ছিল 'সাথ নিভানা সাথিয়া'! যে সিরিয়ালের গোপী বহু, কোকিলা বেনের মিম নিয়ে এখনও নেটপাড়ায় রীতিমতো মজা চলে। এবার সেই সিরিয়াল-প্রেমিদের জন্যেই দুঃখের খবর। মারা গেলেন 'সাথ নিভানা সাথিয়া'-র বা তথা প্রবীণ অভিনেত্রী অপর্ণা কানেকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শোতে তিনি জানকি বা মোদির ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে ভক্ত এবং মুম্বই টেলিভিশন মহলে।

Advertisement

এই দুঃখজনক সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে, শোতে অপর্ণার সহ-অভিনেতা লাভি সাসান, যিনি শোতে পরিধির ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি একটি পোস্টে লিখেছেন, তিনি 'সবচেয়ে সুন্দর শক্তিশালী ব্যক্তি' ছিলেন। আবেগপূর্ণ নোটে লিখলেন, 'আমার হৃদয় আজ খুব ভারী হয়ে উঠেছে কারণ আমি আমার খুব প্রিয় এবং একজন সত্যিকারের যোদ্ধার মৃত্যু দেখলাম। বাআ আপনি আমার ভিতরে এবং বাইরের সবচেয়ে সুন্দর শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আমরা সেটে যে অবিস্মরণীয় সময়গুলি কাটাতাম তা ভোলার নয়। শান্তিতে বিশ্রাম নিন আমার সুন্দরী বাআ। আপনি আমার খুব প্রিয়। আপনার উত্তরাধিকার বেঁচে থাকবে।'

Advertisement

সেই পোস্টে নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে প্রয়াত অভিনেতাকে তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ''আপনার ক্ষতির জন্য দুঃখিত!! তাকে SNS এ দেখে ভালো লাগলো!! আরাম করুন বাআ!!'' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ''মিসিং ইউ সাথ নিভানা সাথিয়া কে বা।'' তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ''আমরা কখনই তাকে ভুলব না, ওম শান্তি।'' শোতে তানিয়া শর্মা ওরফে মীরা মোদি সূর্যবংশ লিখেছেন, ''আরআইপি''। অনুষ্ঠানের বেশ কয়েকজন ভক্তও পোস্টটিতে মন্তব্য করেছেন এবং অপর্ণার প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন। প্রয়াত অভিনেতা ২০১১ সালে জনপ্রিয় টেলিভিশন শোতে জানকী বাআ হিসেবে অভিনয় করেছিলেন। 

Advertisement
Tags :
Advertisement