For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে রবিবাসরীয় বাড়ি বাড়ি প্রচারে ব্যপক সাড়া লেনিনগড়ে

05:32 PM Apr 21, 2024 IST | Subrata Roy
দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে রবিবাসরীয় বাড়ি বাড়ি প্রচারে ব্যপক সাড়া লেনিনগড়ে
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি।দমদম কেন্দ্রে তৃণমূল সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে।কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোন দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। রবিবাসরীয় সকালে দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের(Saugata Roy) সমর্থনে প্রখর দাবদাহ উপেক্ষা করে জমজমাট বাড়ি বাড়ি প্রচার জনসংযোগ করলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী(Prabir Rajbanshi)।

Advertisement

রীতিমতো বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অঞ্জলি দেউরি সহ কম বেশি ১২ জন পঞ্চায়েত সদস্য সদস্যাদের সাথে নিয়ে খড়দহ বিধানসভার ২০৮ নং পার্টে বিলকান্দা গুরুচাঁদ মোড় হেমন্তনগর বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ঝড় তুললেন।ব্যারাকপুর(Barrackpore) ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লড়াকু তৃণমূল নেতা প্রবীর রাজবংশী বলেন এটাই স্বাভাবিক প্রচার জোরদার হচ্ছে।শুধু ভোট আসলেই মানুষের কাছে যাই না। করোনা আমফান বুলবুল বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে একমাত্র তৃণমূল। অন্য কোন দলকে দেখা যায় নি। সারা বছর আমরাই মানুষের পাশে ছিলাম।

Advertisement

জনপ্রতিনিধি হিসেবে দল একটা সন্মান দিয়েছে। দলকে রিটার্ন দেবার প্রয়োজন আছে বলে মনে করি। এখনও নির্বাচনের প্রাক্কালে একটু সময় বেশি দিচ্ছি। ২০১১ সালের পর বাংলার মুখ্যমন্ত্রী (CM)দায়িত্ব নেবার পর যে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে সেই কথাই তুলে ধরছি। বিগত দশ বছর আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল সে কথা মিথ্যা ছিল সেটা বলছি মানুষের দুয়ারে।নির্বাচন আসবে বিরোধীরা হেরে যাবে।২০২৬ বিধানসভা তারপর ২৮ সালে পঞ্চায়েত। সেরা সাংসদ অধ্যাপক সৌগত রায় কে পুনরায় নির্বাচিত করতে বাড়ি বাড়ি গিয়ে হাতকরজোড়ে ভোট প্রার্থনা করছি।বিজেপিকে একটা ভোটও নয়। নিজের ভোটটা নষ্ট করবেন না। কর্মী সমর্থক দের সাথে নিয়ে জমজমাট রবিবাসরীয় প্রচারে প্রখর গরমের সাড়া ফেলে দেয় রবিবার।

Advertisement
Tags :
Advertisement