For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বলি কত লোক হবে, লাখ পার হবে তো, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে

ভিড় পছন্দসই হলে তবেই সভা করবেন মোদি। নাহলে তাও চলে যাবে বাতিলের খাতায়। আশঙ্কা বঙ্গ বিজেপির অন্দরে। ভিড়ের দায়িত্ব কেউ নিচ্ছেন না।
12:39 PM Feb 28, 2024 IST | Koushik Dey Sarkar
বলি কত লোক হবে  লাখ পার হবে তো  প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার ধর্মতলার বুকে শাহি সভা Flop করেছিল। ভিড়হীন জমায়েত দেখে মাত্র ২০ মিনিট বক্তব্য রেখেই মঞ্চ ছেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিগেডের গীতাপাঠের সমাবেশের আগেই সামনে এসেছিল সভায় ১ লাখ লোকও হবে না। আর তার পরে পরেই সেই সভায় প্রধানমন্ত্রীর আসা বাতিল হয়ে যায়। এবার দুয়ারে কড়া নাড়ছে লোকসভার নির্বাচন(General Election 2024)। সেই নির্বাচনে দলের একক আসন সংখ্যা ৩৭০ ছাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলার মাটিতে থেকে ৩৫জন সাংসদ দিল্লি নিয়ে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সেই সূত্রেই আগামী ১ মার্চ থেকে বাংলায় সভা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পর পর সভা থাকবে তাঁর। কিন্তু তার আগে এখন বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে প্রশ্ন ঘুরছে, মোদির সভায় ভিড় কত হবে! কেননা ব্রিগেডের গীতপাঠের সমাবেশ Super Duper Flop হয়েছিল। আর তাই এখন থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানতে চাইছে বাংলায় প্রধানমন্ত্রীর সভায় ভিড় কত হবে। সেই ভিড় পছন্দসই হলে তবেই সভা করবেন মোদি। নাহলে তাও চলে যাবে বাতিলের খাতায়।

Advertisement

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব মোদির প্রতিটি সভায় ২ লক্ষ মানুষের সমাবেশের টার্গেট বেঁধে দিয়েছে। কিন্তু বাংলায় এখন বিজেপির যা দশা তাতে ২ লাখ তো দূর, কোনও সভায় ৫০ হাজারেরও ভিড় হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। পদ্মশিবিরের কোনও নেতাই বুক বাজিয়ে জোর গলায় বলতে পারবেন না ৫০ হাজার মানুষের ভিড় নিশ্চিত ভাবেই হবে বিজেপির সভায়। মোদির ক্ষেত্রে বড্ডজোর তা ৮০ হাজারের আশেপাশে থাকতে পারে। কিন্তু কখনই তা লাখের ঘর ছোঁবে না। এমনকি ভিন জেলা বা ভিন রাজ্য থেকে লোক নিয়ে এসেও। আর সেখানেই চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। ধর্মতলার শাহি সমাবেশ শাহের মুখ পুড়িয়েছিল। এবার কী তাহলে মোদির পালা? সভা ফ্লপ হলে তার রেশ সরাসরি পড়বে ভোটের বাক্সে। এমনিতেই বিজেপি নিজস্ব সমীক্ষায় বাংলায় এবার ৩’র বেশি আসন পাওয়া যাবে না বলেই উঠে এসেছে। তারপরে যদি মোদির সভায় কাঙ্ক্ষিত ভিড় না হয় তাহলে সেই ৩টি আসনও আসবে কিনা সন্দেহ। আর তাই ভিড় জমানোর দায়িত্ব কার্যত বঙ্গ বিজেপির কোনও নেতাই নিজের কাঁধে নিতে চাইছেন না। শেষমেষ যদি দেখা যায়, মোদির সভার দিনক্ষণ বার বার পিছিয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।   

Advertisement

Advertisement
Tags :
Advertisement