OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মুখ্যমন্ত্রীর চিকিৎসার তথ্য জানতে রাজ্য স্বাস্থ্য দফতরে চিঠি

মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা নিয়ে খুঁটিনাটি জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চিঠি পাঠালো রাজ্যের স্বাস্থ্য দফতরে।
01:24 PM Nov 04, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই বেশ ক্ষোভ সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছেন, তাঁর পায়ের সমস্যায় ভুল চিকিৎসা(Wrong Treatment) হয়েছিল। মুখ্যমন্ত্রী সরাসরি কোনও হাসপাতালের নাম না করলেও সেই ঘটনায় কার্যত কাঠগড়ায় উঠতে হয়েছে রাজ্যের সব থেকে নাম করা সরকারি হাসপাতাল SSKM Hospital-কে। কেননা স্পেন ও দুবাই সফর থেকে কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী তাঁর পায়ের সমস্যা নিয়ে সোজা গিয়েছিলেন ওই হাসপাতালেই। এবার তথ্য জানার অধিকার আইনে(Right to Information Act) চিকিৎসা পরিষেবা নিয়ে আন্দোলনে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা চিঠি পাঠালো রাজ্যের স্বাস্থ্য দফতরে(Health Department)। সেই চিঠিতেই তাঁরা মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা নিয়ে খুঁটিনাটি জানতে চেয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় কোন কোন চিকিৎসকরা যুক্ত ছিলেন? তাঁদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন, তাঁর পায়ের ইনফেকশন ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কী চিকিৎসা হয়েছিল বা কী কী বায়োকেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। তৃতীয়ত, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের তরফে কোনও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল কি না, সেটিও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে মেডিকেল বোর্ডে কারা ছিলেন, তাঁদের নাম ও রেজিস্ট্রেশন নম্বরও জানাতে বলা হয়েছে।

চতুর্থত, সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে বা অন্য কেউ কোনও অভিযোগ জানিয়েছিলেন কিনা। যদি অভিযোগ হয়ে থাকে, তার প্রেক্ষিতে কী তদন্ত হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভুল চিকিৎসার কথা বলার পর SSKM Hospital কিংবা রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কোনও তদন্ত শুরু হয়েছে কি না সেটিও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে তদন্ত কমিটিতে কারা কারা রয়েছেন, সেই তথ্যও চাওয়া হয়েছে।

Tags :
Health departmentMamata BanerjeeRight to Information ActSSKM Hospital.wrong treatment
Next Article