OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জয়নগরের মতোই কোচবিহারেও সভার আগে মুখ্যমন্ত্রীর পায়ে হেঁটে জনসংযোগ

জয়নগরের মতোই কোচবিহারের সার্কিট হাউস থেকে এদিন পায়ে হেঁটে রাসমেলার মাঠে সভাস্থলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
01:15 PM Jan 29, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: বিরোধীরাও স্বীকার করেন তিনি জনসংযোগের ক্ষমতায়(Power of Public Interactions) দেশের সেরা রাজনীতিবিদ। সেই স্বীকারোক্তি এমনি এমনি একদিনে আসেনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ওঠানামার যাত্রাপথে দেখা গিয়েছে তিনি বার বার নিরাপত্তার সব আগল ভেঙে মিশে গিয়েছেন জনতার সঙ্গে। আট থেকে আশি সকলের সঙ্গেই তিনি সমান সাবলীল। রাজপথ থেকে মেঠোপথে আন্দোলন করে উঠে আসার সুবাদে আজও তিনি পথে নেমে সমাব ভাবে সাবলীল জনসংযোগের জন্য। বার বার সে প্রমাণ তিনি রেখেছেন। এদিনও রাখলেন। নজরে মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিছুদিন আগেই তিনি গঙ্গাসাগরে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফেরার পথে করেছিলেন জয়নগরে সভা। সেদিন হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে এসেছিলেন তিনি। সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি ঘটালেন তিনি এদিন। কোচবিহারের(Coachbehar) সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে(Walking through Road) এদিন তিনি এলেন শহরের রাসমেলার সভাস্থলে।

মমতার এদিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাননি। পরিবর্তে তাঁর হয়ে সেখানে পুজো দেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর বেলা ১২টার কিছু আগেই সার্কিট হাউস থেকে বেড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পায়ে হেঁটে রওয়ানা দেন রাসমেলার মাঠে সভাস্থলের দিকে। পথে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা আমজনতার সঙ্গে জনসংযোগ করতে করতে এগোন মমতা। সেই ভিড়ে যেমন কচিকাঁচারা ছিল তেমনি ছিল কিশোর-কিশোরীরাও। ছিল স্কুল-কলেজের পড়ুয়ারা। ছিলেন গৃহবধূ থেকে বয়স্ক মানুষেরা। ছিলেন অগণিত তৃণমূলের সমর্থক ও কর্মীরা। মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে অনেকেই এগিয়ে আসেন নানা দাবিদাওয়া নিয়ে। সেই সব দাবিদাওয়া শোনেন মুখ্যমন্ত্রী। অনেকেই আবেদন পত্র মুখ্যমন্ত্রীর হাতে গুঁজে নেন। সেই সব কিছু হাসিমুখেই হাতে তুলে নেন মমতা। ছিলেন সংখ্যালঘু ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাও। মুখ্যমন্ত্রী সভায় এসে পৌঁছানোর আগেই কার্যত সেই সভাস্থল ঢাকা পড়েছিল লাখো মানুষের ভিড়ে। আর সেই ভিড় দেখে বেশ খুশিও হন মুখ্যমন্ত্রী।

Tags :
Chief Minister of West BengalCoachbeharMamata BanerjeePower of Public InteractionsWalking through Road.
Next Article