For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মমতার চমক! লোকসভা ভোটের প্রার্থী 'দিদি নং 1' রচনা, কী বললেন অভিনেত্রী?

ই বিষয়ে বাংলার ‘দিদি নম্বর ১’ স্পষ্ট জানালেন, এখনও পর্যন্ত ভোটে দাঁড়ানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়নি। তবে যদি এমন কিছু ঘটে বা সিদ্ধান্ত চূড়ান্ত হয়
04:44 PM Mar 01, 2024 IST | Sushmitaa
মমতার চমক  লোকসভা ভোটের প্রার্থী  দিদি নং 1  রচনা  কী বললেন অভিনেত্রী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ মার্চ সম্প্রচারিত হতে চলেছে 'দিদি নং ১'-এর বহু প্রতীক্ষিত সেই এপিসোড। যেখানে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শোয়ে আমন্ত্রণ জানানোর জন্যে গতবছরেই নবান্নে গিয়েছিলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়(Rachana banerjee)। যার হাত ধরে বাংলার দিদি নং ১(DIDI NO 1)-এর খ্যাতি এখন দেশ-বিদেশ জুড়ে। যাই হোক, সেই সময়ে নবান্নে রচনা বন্দোপাধ্যায়ের প্রবেশ তাঁর রাজনৈতিক ময়দানে যোগদানের জল্পনা তৈরি করেছিল। কারণ সামনেই লোকসভার ভোট। আর লোকসভা হোক বা বিধানসভা হোক, তারকাদের ভোটে দাঁড়ানো নতুন বিষয় নয়।

Advertisement

ক্ষমতায় বসার পর থেকেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার প্রচুর তারকা রাজনৈতিক ময়দানে নেমেছেন। যে তালিকায় আছেন, দেব, সায়ন্তিকা, সায়নী, রাজ চক্রবর্তী প্রমুখ। এবার কী তাহলে রচনার নামটাও জুড়তে চলেছে তৃণমূলে? দিদি নং ১-এ মুখ্যমন্ত্রীর আসার পর থেকেই এই প্রশ্ন উঠছে বারবার। কিন্তু এই বিষয়ে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়কে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি! তবে আর নয়, এবার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে রচনা তাঁর মতামত নিজেই জানালেন একটি সংবাদমাধ্যমকে। এই বিষয়ে বাংলার ‘দিদি নম্বর ১’ স্পষ্ট জানালেন, এখনও পর্যন্ত ভোটে দাঁড়ানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়নি। তবে যদি এমন কিছু ঘটে বা সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই জানাবেন।

Advertisement

সুতরাং বোঝাই যাচ্ছে, অভিনেত্রী তাঁর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না, বরং একটা ইঙ্গিত দিলেন। গতবছর অভিনেত্রী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকক্ষন কথাবার্তা বলেছেন। এদিকে ভাষাদিবসের দিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আড়াই ঘণ্টা ‘দিদি নং ১’-এর শুটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শোয়ের আরও প্রতিযোগী ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আর এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে সেই এপিসোডে মমতা প্রতিযোগী হিসেবে নয় বরং বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন। নাচে, গানে, আড্ডায় জমিয়ে দেন তিনি একাই। Zee বাংলায় এই বিশেষ এপিসোডটি দেখা যাবে আগামী ৩ মার্চ।

Advertisement
Tags :
Advertisement