For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘গণতন্ত্রের জয় হয়েছে’, ফল নিয়ে প্রতিক্রিয়া খাড়গের

08:08 PM Jun 04, 2024 IST | Sundeep
‘গণতন্ত্রের জয় হয়েছে’  ফল নিয়ে প্রতিক্রিয়া খাড়গের
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের ফলাফলে গণতন্ত্রের জয় হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার বিকেলে এআইসিসি দফতরে আয়োজিত সাংবাদিক সম্মলনে তিনি বলেন, ‘এই নির্বাচনে বিজেপির নৈতিক হার হয়েছে। মোদি সরকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। সংবিধান বাঁচাতে দেশের কোটি-কোটি মানুষ এগিয়ে এসেছেন। তাঁদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি।’

Advertisement

বিজেপি দালাল হিসাবে পরিচিত বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দিয়েছে লোকসভা ভোটের ফল। ২০১৪ সালের পরে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারেনি বিজেপি। গোটা দেশেই ফিকে মোদি ম্যাজিক। এমনকি বারাণসী আসনে জিতে হ্যাটট্রিক করলেও গতবারের চেয়ে প্রধানমন্ত্রীর জয়ের ব্যবধান দুই তৃতীয়াংশ কমেছে। এদিন সকালে ভোটগণনা শুরু হওয়ার পরেই বিজেপির ধরাশায়ী হওয়ার পরে নৈতিকভাবে উজ্জীবিত হয়ে পড়েন কংগ্রেস শীর্ষ নেতারা। দুপুরেই দলের সদর কার্যালয়ে জড়ো হতে থাকেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা।

Advertisement

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘এই ফলাফল নরেন্দ্র মোদির নৈতিক হার। আমরা অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে এবারের ভোটে লড়েছি। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। নেতাদের ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পুরে রাখা হয়েছে। মোদি গোটা প্রচার পর্বে ধর্মের বিষ ঢেলে দিয়েছিলেন। মিথ্যা প্রচার চালিয়েছিলেন। আমরা সেখানে ইতিবাচক প্রচার চলেছি। মূল্যবৃদ্ধি, বেকারত্বের উপরে জোর দিয়েছিলাম।’ গত দুই নির্বাচনের চেয়ে চলতি ভোটে দলের ফলাফল দুর্দান্ত হওয়ার জন্য রাহুল গান্ধিকে কৃতিত্ব দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ও ‘ন্যায় যাত্রা’র সুফল পেয়েছে দল। কংগ্রেসের নিচুতলার কর্মীরা মানসিকভাবে উজ্জীবিত হয়েছেন।’

Advertisement
Tags :
Advertisement