For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পুরীতে বিজেডি প্রার্থী ‘দাবাং’ পুলিশ আধিকারিক অরূপ পট্টনায়ক

06:07 PM Mar 31, 2024 IST | Sundeep
পুরীতে বিজেডি প্রার্থী ‘দাবাং’ পুলিশ আধিকারিক অরূপ পট্টনায়ক
Advertisement

নিজস্ব প্রতিনিধি, পুরী: কর্মজীবনে ‘দাবাং’ পুলিশ আধিকারিক হিসেবেই পরিচিত ছিলেন। অপরাধীদের দমনে অধস্তন পুলিশ আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, ‘পহলে অ্যাকশন, বাদ মে সেকশন’। দেশে অপরাধের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত মুম্বইয়ের পুলিশ কমিশনার হিসাবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই দাবাং পুলিশ আধিকারিক অরূপ পট্টনায়ক ফের একবার ভোট ময়দানে। আসন্ন লোকসভা ভোটে পুরী আসনে নবীন পট্টনায়কের বিজু জনতা দলের প্রার্থী হিসাবে লড়ছেন।

Advertisement

কর্মজীবনে অরূপ পট্টনায়ক বরাবরই অকুতোভয় পুলিশ আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন ১৯৭৯ ব্যাচের আইপিএস আধিকারিক। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ থেকে শুরু করে হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারির তদন্তভার সামলেছিলেন। ২০১১ সালে মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালের নিরাপত্তার ব্যবস্থা তদারকিরও দায়িত্বে ছিলেন। পরে মুম্বইয়ের পুলিশ কমিশনার পদে উন্নীত হয়েছিলেন। তার পরে মহারাষ্ট্রের ডিজি হিসাবেও দায়িত্ব সামলেছিলেন।  অক্ষয় কুমার অভিনীত হিন্দি ছবি ‘আন, মেন অ্যাট ওয়ার্ক’ ছবিতে ডেপুটি কমিশনার হরি ওম পট্টনায়কের যে চরিত্র দেখানো হয়েছিল, তা ছিল অরূপ পট্টনায়কের দ্বারা অনুপ্রাণিত।

Advertisement

কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে ওড়িশায় ফিরে রাজনীতিবিদ হিসাবে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার। গতবার অর্থা‍ৎ ২০১৯ সালে ভুবনেশ্বরে বিজেডির হয়ে দাঁড়িয়েছিলেন অরূপ পট্টনায়ক। যদিও বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আ্মলা অপরাজিত সারেঙ্গির কাছে হারতে হয়েছিল দুঁদে পুলিশ আধিকারিককে। এবার আর ভুবনেশ্বরে নয়, ভগবান জগন্নাথ দেবের লীলাভূমি  পুরীতে প্রার্থী হয়েছেন তিনি। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির সম্বিত পাত্র। গত নির্বাচনে পুরী থেকে বিজেডির হয়ে লড়েছিলেন পিনাকী মিশ্র।

Advertisement
Tags :
Advertisement