OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘আমজনতার কণ্ঠস্বর শোনেনি মোদিতে সম্মোহিত বিজেপি নেতা-কর্মীরা’,  খোঁচা সঙ্ঘের মুখপত্রে

05:41 PM Jun 11, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটে ভরাডুবির মুখে পড়েছে বিজেপি। ‘অবকি বার চারশো পার’ শ্লোগান ভূমিশয্যা নিয়েছে। চারশো তো দূরের অস্ত সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতাই পায়নি পদ্ম শিবির। ফলে খানিকটা বিমর্ষ নরেন্দ্র মোদি-অমিত শাহরা। আর এবার লজ্জাজনক ফল নিয়ে বিজেপি শীর্ষ নেতাদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

সংগঠনের মুখপত্র ‘অর্গানাইজারে’ প্রকাশিত এক নিবন্ধে সঙ্ঘ প্রধান মোহন ভাবগতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রতন সারদা সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করতে গিয়ে বিজেপি নেতা-কর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে তুলোধনা করেছেন। নিবন্ধে তিনি লিখেছেন, ‘বিজেপি নেতা-কর্মীদের ভুমিকা দেখে কখনই মনে হয়নি ‘অব কি বার, চারশো বার’ তাদের কাছে এক লক্ষ্যপূরণ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিতে সম্মোহিত বিজেপি নেতা-কর্মীরা ক্ষমতায় ফেরার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। এক বায়বীয় জগতে বিরাজ করছিলেন তারা। সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেননি। আমজনতা কী চাইছেন, কী বলছেন, তা জানার প্রয়োজন অনুভব করেননি। ফলে বুঝতেই পারেননি আমজনতার ক্ষোভকে।’

এখানেই থামেননি রতন সারদা। ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘নির্বাচনে লক্ষ্য পূরণে মাঠে-ময়দানে নেমে পরিশ্রম করতে হয়। সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করে নিজের প্রচার চালানো যায় বটে, তার চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। বিজেপি নেতা-কর্মীদের দেখে মনে হয়নি, এবারের ভোট কোনও লক্ষ্যপূরণের নির্বাচন। বিজেপি নেতা-কর্মীরা এতটাই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন যে সঙ্ঘের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার কিংবা তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টাই করেননি। এই ফল বিজেপি’র অতিরিক্ত আত্মবিশ্বাসী নেতা-কর্মীদের কাছে বাস্তবিকতার চড়।’

Tags :
Lok Sabha elections 2024 phase IOrganiserRSS Slams BJP
Next Article