OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘গলার স্বর নিচু করুন’, আইনজীবীকে ধমক প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

02:16 PM Jan 03, 2024 IST | Sundeep
New Delhi, Dec 11 (ANI): Chief Justice of India (CJI) Justice DY Chandrachud speaks during the judgement on a batch of petitions challenging the abrogation of Article 370 and the bifurcation of the erstwhile state of Jammu and Kashmir into two Union territories, in New Delhi on Monday. (ANI Photo)

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচার ব্যবস্থায় বিচারপতিরা যে সর্বেসর্বা ফের একবার বুঝিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বুধবার এক মামলার শুনানির সময়ে খানিকটা জোরে কথা বলছিলেন এক আইনজীবী। আর তাতেই মেজাজ হারালেন তিনি। ওই আইনজীবীকে সতর্ক করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মনে রাখবেন আপনি শীর্ষ আদালতের প্রথম কক্ষে (প্রধান বিচারপতির এজলাস) মামলা লড়ছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন। না হলে এজলাস থেকে বের করে দেব।’

কী ঘটেছিল এদিন? প্রধান বিচারপতির এজলাসে এক মামলার শুনানি চলছিল। খানিকটা উঁচু গলায় কথা বলছিলেন এক আইনজীবী। তাঁর ওই জোরে কথা বলা কোনও কারণে পছন্দ হয়নি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। ওই আইজনীবীকে থামিয়ে তিনি বলেন, ‘এক সেকেন্ড। এজলাসে এত জোরে সওয়াল করবেন না। আগে গলার স্বর নামান। প্রত্যেক বিচারপতির সামনেই কী এত জোরে কথা বলেন? কী ভেবেছেন? জোরে কথা বলে আমাদের উপরে চাপ তৈরি করবেন। আপনি ভুল করছেন। গত ২৩ বছরে তা হয়নি। এখনও হবে না। গলার স্বর নামিয়ে কথা না বললে আদালত থেকে বের করে দেব।’

প্রধান বিচারপতির ওই রুদ্রমূর্তি দেখে এজলাসে হাজির অন্যান্য আইনজীবীরা হতচকিত হয়ে পড়েন। যে আইনজীবীকে ধমক দিয়েছেন প্রধান বিচারপতি তিনি মুষড়ে পড়েন। পরে অবশ্য গলার স্বর নিচু করে কথা বলে সওয়াল করেন।

এই প্রথম নয়। গত বছরও সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশ সিংহের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন প্রধান বিচারপতি। তাঁকে এজলাস থেকে বের করে দিয়েছিলেন। বার বার প্রধান বিচারপতির এমন ব্যবহার নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।  

Tags :
Chief Justice of India (CJI) DY ChandrachudChief Justice's Stern Warning To LawyerSupreme Court of India
Next Article