For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আবারও মালদা, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন ফের প্রশ্নপত্র ফাঁস

03:26 PM Feb 05, 2024 IST | Srijita Mallick
আবারও মালদা  মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন ফের প্রশ্নপত্র ফাঁস
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ ইংরাজি পরীক্ষার পর ফের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্রের কোডগুলি blur করে ছবি তুলে ভাইরাল করে দেয় পরীক্ষার্থীরা। এই ঘটনার জেরে তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ। এই প্রশ্নফাঁসের ঘটনাটি ঘটেছে মালদায়।তবে পরীক্ষার্থীরা কোন স্কুলের পড়ুয়া তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

গত ৩ রা জানুয়ারি ইংরাজি পরীক্ষার দিনও প্রশ্নফাঁসের ঘটনা ঘটে মালদায়। এদিন ৬জন পরীক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের ঘটনায় চিহ্নিত করেছে মধ্য শিক্ষা পর্ষদ। এরা মালদার এনায়েতপুর হাইস্কুলের(Enayatpur High School) পরীক্ষার্থী তথা ছাত্রছাত্রী।  অন্যদিকে প্রথম ভাষা বা বাংলার পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এই মালদা থেকেই ২ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। তাঁদের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরে তাঁদের গ্রেফতারও করা হয়। এই নিয়ে চলতি বছর মাধ্যমিকে  প্রায় ৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে বলে জানিয়েছে পর্ষদ।

Advertisement

যেহেতু প্রশ্নপত্রে আগে থেকেই QR Code রাখা হয়েছিল, তাই জানতে অসুবিধা হয়নি কোথা থেকে সেই প্রশ্ন ফাঁস হয়েছে আর তা কে করেছে।   গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে বা তারও আগে প্রশ্ন ফাঁস হ্যে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই ঘটনার জেরে বার বার বিতর্কের মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকেও। এবারে সেই প্রশ্ন ফাঁস ঠেকাতেও QR Code ব্যবহার চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্রে QR Code থাকবে। আর এই QR Code থাকার কারণেই এবার পর পর ৩ দিন মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়ে গেলেও কারা সেই কাজ করেছে তা দ্রুত চিহ্নিত করা যাচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে।

Advertisement
Tags :
Advertisement