For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

এআইএফএফের সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা ফুটবলারদের

01:41 PM Mar 30, 2024 IST | Mainak Das
এআইএফএফের সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা ফুটবলারদের
Advertisement

নিজস্ব প্রতিনিধি : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন হিমাচলপ্রদেশের দুই মহিলা ফুটবলার। ওই দুই ফুটবলার জানিয়েছেন, মদ্যপ অবস্থায় হোটেল রুমের মধ্যে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওই এআইএফএফের সদস্য। 

Advertisement

গোয়ায় ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর খেলা ছিল। সেই খেলায় যোগ দিতে গোয়ায় এসেছিলেন হিমাচলপ্রদেশের ক্লাব খাদ এফ সির খেলোয়াড়রা। সেইসময়ই মহিলা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদস্য দীপক শর্মা। দীপক হিমাচলপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কম্পিটিশনস কমিটির ডেপুটি চেয়ারম্যান। সেইসময় দুই মহিলা খেলোয়াড় দীপক শর্মার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জানান। অভিযোগকারী এক ফুটবলার পালক ভার্মা নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘ঘটনার দিন রাত সাড়ে ১০টা-১১টার সময় আমি আর আমার এক সহ খেলোয়াড় ডিম রান্না করছিলাম। সেইসময় দীপক শর্মা আমাদের তাঁর হোটেল রুমে ডেকে পাঠান। আমার সঙ্গে থাকা সহ খেলোয়াড় দীপকবাবুর ঘরে যান ও ডিম রান্না করার কথা বলেন। শুনেই বেশ রেগে যান দীপকবাবু। অকথ্যভাষায় আমার বন্ধুকে গালিগালাজ শুরু করেন। এরপর আমাকে ডেকেও জানতে চান, কেন আমি ডিম রান্না করছি।‘

Advertisement

ডিম রান্নার কারণ ব্যাখ্যা করে অভিযোগকারী মহিলা ফুটবলার জানান, যেহেতু ঘরে কোনও খাবার নেই। তাই বাধ্য হয়েই তাঁদের ডিম রান্না করতে হচ্ছে। অভিযোগকারীর কথায়. যখন দীপকবাবু তাঁদের কাছ থেকে কৈফিয়েত চাইছিলেন, তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর দীপকবাবু তাঁর হোটেল রুমে জোর করে ঢুকে পড়ে ও তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে। এখানেই শেষ নয়, এরপর দীপকবাবুর স্ত্রী নন্দিতা তাঁদের কাছে আসে ও অকথ্যভাষায় বকাবকি শুরু করে। ইতিমধ্যে গোটা ঘটনা প্রসঙ্গে এআইএফএফ ও গোয়া ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় দুই মহিলা খেলোয়াড়। পরে তাঁদের অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়েছিল।

Advertisement
Tags :
Advertisement