OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সরস্বতী পুজোর ভোগের জন্যে চটজলদি বানিয়ে নিন খিচুড়ি ও লাবড়া

তবে এবার চিন্তা নেই, মুশকিল আসান করব আমরা। খুব সহজ পদ্ধতিতে জেনে নিন খিচুড়ি ও লাবড়া রান্নার রেসিপি।
10:04 PM Feb 12, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজো মানেই রকমারি ভোগ। আর ভোগ মানেই খিচুড়ি আর সঙ্গে পাঁচমিশালি তরকারি বা লাবড়া থাকতেই হবে! তবে সময়ের অভাবে অনেকেই খিচুড়ি করতে ভয় পান। তবে এবার চিন্তা নেই, মুশকিল আসান করব আমরা। খুব সহজ পদ্ধতিতে জেনে নিন খিচুড়ি ও লাবড়া রান্নার রেসিপি।

খিচুড়ি 

উপকরণ 

গোবিন্দভোগ চাল- ২৫০ গ্রাম

মুগ ডাল- ২৫০ গ্রাম

গোটা গরম মশলা (লবঙ্গ-৫টি, এলাচ-৪টি, দারচিনি- ২ স্টিক)

ঘি- ২ টেবিল চামচ

আদাবাটা- ২ চামচ 

লঙ্কাগুঁড়ো- ১ চাচামচ

শুকনো লঙ্কা ৩-৪ টি

নুন-চিনি স্বাদমতো

সাদা তেল ১ টেবিল চামচ 

তেজপাতা- ২ টো

হলুদ গুঁড়ো- ২ চাচামচ

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করে চাল-ডাল আলাদা করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিন। এরপর তাতে আদা বাটা দেওয়ার পর চাল-ডাল, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়েচেড়ে তুলে নিন। এবার চাল-ডালের কাপের মাপেই সব উপকরণ দিয়ে ঢাকা দিয়ে দিন। এরপর চাল-ডাল সেদ্ধ হয়ে গেলে খানিকটা চিনি ও ঘি দিয়ে ভাল করে নাড়িয়ে ঢাকনা বন্ধ করে দিন। চাল-ডাল সেদ্ধ করে নামিয়ে নিন। 

 

ভোগের পাঁচমিশালি সবজি বা লাবড়া

উপকরণ

আলু 

পটল 

ঝিঙে

কাঁচকলা

বরবটি

কুমড়ো

বেগুন

পেঁপে

ফুলকপি

বাঁধাকপির ডাটা।

মশলার পরিমাণ

সরষের তেল- ২ টেবিল চামচ

পাঁচফোড়ন- ২ চা চামচ 

তেজপাতা- ১টি

শুকনো লঙ্কা- ২টি

আদাবাটা- ২ চাচামচ

জিড়েগুঁড়ো- ১ চা চামচ

ধনেগুঁড়ো- ১ চা চামচ

হলুদ- ২ চা চামচ 

লঙ্কাগুঁড়ো- ১ চা চামচ

কাঁচা লঙ্কা- ৪টি।

প্রণালী

সমস্ত সবজি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আধ চা চামচ আদাবাটা দিয়ে দিন। এরপর সমস্ত সবজিগুলিকে ভালো করে নেড়ে নিয়ে তাতে স্বাদমতো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা এবং বাকি গুঁড়োমশলা দিয়ে কম আঁচে ঢেকে দিন। অন্তত ১০ মিনিট দেখে মসলা ও সবজিগুলি ভাল করে সেদ্ধ হয়ে এলে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন। 

Tags :
Swaraswati puja 2024
Next Article