For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আমগাছগুলিতে মুকুল ধরতেই গাছের পরিচর্যা শুরু করেছে চাষিরা

03:23 PM Feb 12, 2024 IST | Subrata Roy
আমগাছগুলিতে মুকুল ধরতেই গাছের পরিচর্যা শুরু করেছে চাষিরা
Advertisement

নিজস্ব প্রতিনিধি মালদা: ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে। ইতিমধ্যে বেশ কিছু গাছে মুকুলও আসতে শুরু করেছে। এ সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরী। মুকুল আসার ঠিক আগে, গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে। জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ(Mango Tree) পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন। আমবাগান(Mango Garden) গুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Advertisement

এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না গাছে। এ সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে। নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো। জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায়(Malda District) আমবাগান গুলিতে মুকুল(Mukul) ফিরতে শুরু করে।

Advertisement

তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরী। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাংগো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাংগো হপার এর উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে ।আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সেই পরামর্শ অনুযায়ী আম চাষিরা গাছ গুলির পরিচর্যা শুরু করে দিয়েছে।

Advertisement
Tags :
Advertisement