For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রতি রাতে মালদহে দুষ্কৃতীদের টার্গেট 'সোনার দোকান'

02:36 PM Feb 07, 2024 IST | Subrata Roy
প্রতি রাতে মালদহে দুষ্কৃতীদের টার্গেট  সোনার দোকান
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মালদা: ফের ঘটনাস্থল মালদহ। চাঁচল, হবিবপুরের পর এবার হরিশ্চন্দ্রপুর। এবার এক স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার।লুঠ হল প্রায় কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ।মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই।যার মধ্যে রয়েছে আড়াই ভড়ি সোনা, ৩০ ভরি চাঁদি, রূপা এবং নগদ ৩০ হাজার টাকা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে কমল ঠাকুর নামে এক সোনার ব্যবসায়ী বাংলা-বিহার সীমান্তবর্তী তেতুলচকে নিজ সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

Advertisement

ছিনতাইকারীরা দলে তিনজন ছিল বলে জানা গেছে। ওই ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রায় প্রতি রাতেই মালদহে সোনার দোকান গুলিতে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঢুকে পড়েছে মালদহ শহরে। একের পর এক অপরাধের ঘটনা ঘটে যাওয়ায় চিন্তিত মালদহ পুলিশ প্রশাসন। এদিকে আতঙ্কিত মালদহ শহরের(Maldaha City) সোনার দোকানের ব্যবসায়ীরা। অপরদিকে,অন্ডালে একেবারে সিনেমার কায়দায় দিনে দুপুরে ছিনতাই লক্ষাধিক টাকা। এক ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উখড়ার বাজপেয়ী মোড় সংলগ্ন এলাকায়।

Advertisement

উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী তাপস কুমার মন্ডল জানান, প্রত্যেকদিন দোকানের ক্যাশ তিনি ব্যাংকে জমা করে আসেন। ঘোষ বাবু বলেন অনেকগুলো টাকা থাকে। সেই কারণেই তিনি প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন রাস্তায় ব্যাংকে যান। সোমবারে তিনি উখরার স্টেট ব্যাঙ্কে(State Bank) যাওয়ার উদ্দেশ্যে অন্যদিনের রাস্তা ছেড়ে ভিন্ন এক রাস্তায় ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দুষ্কৃতীরা তাকে তার দোকান থেকেই লক্ষ্য করেছিল বলে মনে করেন তিনি। তাপস বাবু বলেন, বাজপেয়ী মোড় থেকে একটু দূরে তার স্কুটি নিয়ে তিনি একটা গলি দিয়ে যেতেই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তার পথ আটকায়। তার চোখে প্রচুর পরিমাণে লঙ্কা গুঁড়ো(Mirchi Powder) ছিটিয়ে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। একেবারে দিনে দুপুরে জনবহুল জায়গায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
Tags :
Advertisement