For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মালদাতে সরকারি জায়গা থেকে বিজেপির পতাকা রেখে তৃণমূলের ফ্ল্যাগ খুলে নেওয়ায় উত্তেজনা

05:57 PM Mar 25, 2024 IST | Subrata Roy
মালদাতে সরকারি জায়গা থেকে বিজেপির পতাকা রেখে তৃণমূলের ফ্ল্যাগ খুলে নেওয়ায় উত্তেজনা
Advertisement

নিজস্ব প্রতিনিধি,মালদা: সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় সোমবার বিকেলে। বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম। ঘটনা মালদার পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ৭ নম্বর এবং ১৯ নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকার। জানা যায় এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে। সরকারি সেই ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ এবং পতাকা লাগানো হয়েছে । নির্বাচন ঘোষণা হওয়ার পরই লাগু হয়েছে নির্বাচন আচরণবিধি‌। নিয়ম অনুযায়ী কোন সরকারি জায়গায় দলের কোন পতাকা লাগানো যাবে না।

Advertisement

সেই মত অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ এবং পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনের এমসিসি টিমের সদস্যরা। ঠিক সেই সময় নির্বাচন কমিশনের(Election Comission) দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। বেছে বেছে সরকারি সেই জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকা খোলা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই কর্মকান্ডকে দাদাগিরি আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছে বিজেপি।

Advertisement

অন্যদিকে,মালদার(Malda) কালীতলা ক্লাবের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সারা শহর একটি শোভাযাত্রা পরিক্রমা করার পর সেই মাঠে এসে প্রবেশ করে এবং সেখানে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে বিভিন্ন রঙের রং নিয়ে খেলায় মেতে ওঠেন উপস্থিত সকালে। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী সাহনাওয়াজ আলী রায়হান, উত্তরবঙ্গ কিরা উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট অতিথি গণ। প্রাইস শান্তিনিকেতনের আদলে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে উঠেন সকলে। প্রায় হাজার হাজার ক্ষুদে থেকে বড় সকলে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠেন।

Advertisement
Tags :
Advertisement