OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসে দলকে বার্তা মমতা-অভিষেকের

দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
11:02 AM Jan 01, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিন। আর আজই দলের(TMC) প্রতিষ্ঠা দিবস(Foundation Day)। তাই সকালেই দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বার্তা দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী দলকে বার্তা দেওয়ার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন রাজ্যবাসীকে। একই সঙ্গে এদিন রাজ্যে পালন করা হচ্ছে Students Day-ও। আর তাই এদিন রাজ্যের পড়ুয়াদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দলের প্রতিষ্ঠা দিবসে মমতা লিখেছেন, ‘মা–মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার। আজও আমাদের দলের প্রতিটি কর্মী - সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা - দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা – মাটি - মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা।’ এর পাশপাশি মুখ্যমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ ২০২৪। আপনাদের সকলের প্রচুর আনন্দ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, কামনা করছি। নতুন বছর সকলের জন্য সুখ এবং সাফল্যে ভরে উঠুক।’

অন্যদিকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজ তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসের উদযাপন! আমাদের নিবেদিত সদস্যদের অটল সমর্থন এক অবিশ্বাস্য যাত্রা। জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে আমরা সততা ও নিষ্ঠার সাথে জাতির সেবা করে যাব!’ আবার Students Day উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের শুভেচ্ছা বার্তা দিয়ে জানিয়েছেন, ‘স্টুডেন্টস ডে উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নব প্রজন্মের স্বপ্নকে সফল করতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা তাদের পাশে আছে।’

Tags :
Abhishek BanerjeeFoundation DayMamata BanerjeeStudents DayTmc
Next Article