OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তদের পাশে না দাঁড়ানোয় মোদিকে তোপ মমতার

দিন ৪ আগে কোচবিহারের রাসমেলা মাঠে জনসভা করে গিয়েছেন মোদি। এদিন সেই মাঠে দাঁড়িয়েই তাঁকে পাল্টা আক্রমণ শানলেন মমতা।
03:01 PM Apr 15, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর ঠিক ৪ দিন। তারপরেই আগামী ১৯ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ। সেদিন বাংলারও ৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই ৩ কেন্দ্র হল – কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। উনিশের লোকসভা নির্বাচনে এই ৩টি কেন্দ্রই দখল করেছিল বিজেপি(BJP)। কিন্তু এবার অর্থাৎ ২৪’র যুদ্ধে তৃণমূল(TMC) সেই ৩টি কেন্দ্রই বিজেপির হাত থেকে কেড়ে নিতে ভোটের লড়াইয়ে নেমেছে। এই অবস্থায় এদিন অর্থাৎ সোমবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কোচবিহার শহরের রাসমেলার মাঠে সভা করলেন দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে। আর সেই সভা থেকেই তিনি আক্রমণ শানলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। কেননা দিন ৪ আগে এই মাঠেই জনসভা করে গিয়েছেন মোদি। এদিন সেই মাঠে দাঁড়িয়েই তাঁকে পাল্টা আক্রমণ শানলেন মমতা।

এদিন মমতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি এলেন। রাসমাঠে বক্তৃতা করলেন। এর আগে ঝড় হয়ে গিয়েছে। আমি ভাবলাম একবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষের কথা বলবেন। না আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি আপনার পার্টি বড় ডাকাতের দল। আয়নায় গিয়ে আগে নিজের মুখ দেখুন। তিনশো খানা টিম পাঠিয়েছেন। কিছু ধরতে পারলেন? তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করলেন কেন? এটা সংবিধানের অধিকার। আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলেছেন? আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। তাতে বাংলায় কোথায় কত দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট, এজির রিপোর্ট ঘোষণা করুন। সঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাটেরটাও প্রকাশ করুন। চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলা দাঙ্গাবাজ জায়গা নয়। এটা আপনি আর আপনার দল। একটা মিথ্যাবাদীর দল।’  

এর পাশাপাশি মমতা মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আগেরবার বলল ১৫ লক্ষ টাকা দেব। কেউ কোনও টাকা পেয়েছেন? এই মিথ্যা কথার উত্তর দেবে কে? মোদিজী বলছেন না, চুনকে চুনকে দেখলেঙ্গে অর জেলমে ভরেঙ্গে। আমি বলছি, আপনি তো আর আসবেন না। তাহলে ভরবেন কীভাবে। আপকে বার ৪০০ পার! আগে ২০০ পার করুন। তারপর ৪০০-র কথা ভাববেন। এই দশ বছরে কী দিয়েছ বাংলাকে? আমি তো সাজিয়ে দিয়েছিলাম। বাবুরা সব কিছু তুলে দিয়েছে। ট্রেনকে রং করে চালিয়ে দেখাচ্ছে। আমি জিনিসের দাম বাড়াইনি। সবচেয়ে বেশি জিনিসের দাম বাড়িয়েছে কেন্দ্র। ২ কোটি লোকের চাকরি দেবো বলেছে। কজনের দিয়েছে। ইলেকশনের পরেও টাক্স বাড়বে না। দেশকে জেলখানা বানিয়েছে। আবার বলছে ওয়ান নেশান ওয়ান ইলেকশান। শুনে রাখুন, যদি এই দলটা আবারও ক্ষমতায় আসে, ভারতবর্ষে নির্বাচন বলে কিছু থাকবে না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে কিছু থাকবে না, রাজ্য বলে কিছু থাকবে না। এদের ফেরানোর আগে ১৪ বার ভাবুন।’

Tags :
BJPLoksabha Election 2024Mamata BanerjeeNarendra modiTmc
Next Article