For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দুর্নীতি রুখতে কেন্দ্রীয় স্তরে টেন্ডার, পুর বৈঠকে বড় ঘোষণা মমতার

08:17 PM Jun 24, 2024 IST | Sundeep
দুর্নীতি রুখতে কেন্দ্রীয় স্তরে টেন্ডার  পুর বৈঠকে বড় ঘোষণা মমতার
Advertisement

নিজস্ব প্রতিনিধি: উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মের জন্য স্টেশনারি পণ্য কেনার টেন্ডার নিয়ে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ উঠেছে। দুর্নীতিতে রাশ টানতে এবার কেন্দ্রীয় স্তরে টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে পুর বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিনের পুর বৈঠকে পুরসভার টেন্ডার ডাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘পুরসভাগুলি ইচ্ছেমতো টেন্ডার ডাকছে। রাজ্য সরকারের দেওয়া টাকার অপচয় হচ্ছে। এখন থেকে আর কোনও টেন্ডার আমি লোকালি করতে দেব না। পুরসভা কোনও টেন্ডার ডাকতে পারবে না। সব কেন্দ্রীয় ভাবেই হবে। রাজ্যস্তর থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ বৈঠকে পুরসভাগুলির কাজকর্ম নিয়ে বিশেষ মার্কশিটও পেশ করেন মুখ্যমন্ত্রী। সেই মার্কশিট ঘোষণা করতে গিয়ে জানান, পানীয় জলের ক্ষেত্রে ভাল কাজের তালিকায় উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা, বৈদ্যবাটি, বাঁকুড়া পুরসভা। আর সবচেয়ে খারাপ কাজ করেছে আলিপুরদুয়ার, বালি, বরানহগর, শান্তিপুর ও শিলিগুড়ি।

Advertisement

আবাসন নির্মাণের ক্ষেত্রে উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া কৃষ্ণনগর, মধ্যমগ্রাম পুরসভা ভাল কাজ করছে বলে দরাজ শংসাপত্র দিয়েছেন মমতা। তেমনই বিধাননগগর, আসানসোল, রায়গঞ্জ ও কাঁথি পুরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন পুরসভায় নেতা তথা জনপ্রতিনিধিরা যে মৌরসীপাট্টা গেড়ে রয়েছেন তা ভেঙে ফেলারও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেগে অগ্নিশর্মা মমতা বলেন, ‘সব নিজেদের সম্পত্তি করে রেখে দিয়েছে, ভেঙে দেব আমি।’

Advertisement
Tags :
Advertisement