OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘আধার কার্ড থাকুক বা না থাকুক, আমরা আমাদের পরিষেবা চালিয়ে যাব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আধার কার্ড বাতিল হয়ে গেলে বা নিস্ক্রিয় হয়ে গেলেও রাজ্য সরকারের সমস্ত সুযোগসুবিধা মিলবে। সিউড়ির সভা থেকে আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর।
02:07 PM Feb 18, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: হুটহাট বাড়িতে চিঠি চলে আসছে। তাতে জানানো হচ্ছে, আপনার আধার কার্ড(Aadhar Card) বাতিল করা হচ্ছে। আধার কার্ডের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ The Unique Identification Authority of India বা UIDAI জানিয়েছে, যাদের আধার কার্ড হওয়ার ১০ বছর পরেও কোনও আপডেট করা হয়নি কেবলমাত্র তাঁদের আধার কার্ডই নিস্ক্রিয় করা হচ্ছে। বাতিল নয়। নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে তা আপডেট করলেই তা আবারও সক্রিয় হয়ে যাবে। নাহলে তা বাতিল হবে। কিন্তু অভিযোগ উঠছে, বেছে বেছে পূর্ব বঙ্গ থেকে আসান মানুষজন্দের বাড়িতেই সেই চিঠি যাচ্ছে। তা সে তিনি হিন্দু হোন কী মুসলিম। সেই ঘটনা নিয়েই এদিন অর্থাৎ রবিবার বীরভূম(Birbhum) জেলার সিউড়ি(Suri) শহরের বুকে সভা থেকে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, ‘অনেকের আধার কার্ড বাতিল করা হচ্ছে। বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছে। কিন্তু কেউ ভয় পাবেন না। আধার কার্ড থাকুক বা না থাকুক, আমরা আমাদের পরিষেবা চালিয়ে যাব।’

কিছুদিন আগেই রাজ্য বিধানসভায় বাজেট বিতর্কে অংশে নিয়ে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আধার কার্ড বাতিল করে দিয়ে আসলে ভোট না দিতে দেওয়ার জমি তৈরি করছে বিজেপি। সেই থেকেই আশঙ্কা দেখা দিয়েছিল যে যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাঁরা কী আর রাজ্য সরকারের কোনও আর্থসামাজিক প্রকল্পের সুযোগসুবিধা পাবেন না। সেই আশঙ্কা নির্মূল করতেই এদিন সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ড লিংক কাটা হয়েছে। জামালপুরে ৫০ জনের, বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে. উত্তর ২৪ পরগনাতে কাটা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনাতেও কাটা হচ্ছে। উত্তরবঙ্গেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আঁধার। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না। তুমি কোনও সুযোগ পাবে না। রেশন পাবে না। ভোট দিতে পাবে না। ব্যাঙ্ক থেকে লোন পাবে না।’ এরপরেই কেন্দ্রকে নিশানা বানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোন অধিকারে তুমি কাউকে না বলে আধার কার্ড কাটছ? লজ্জা করে না? ভোটের আগে তাঁরা যাতে ব্যাঙ্কের মাধ্যমে টাকা না পায়? লক্ষ্মীর ভাণ্ডার না পায়? তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার মুখ্যসচিব সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড-নো আধার কার্ড, আমাদের কোও স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব, আর যে কাজটি দিল্লি করছে, ওদের থোতা মুখ ভোঁতা করে দেব।’

এর পরেই রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘অংসখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলছি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও ছলনা আছে। ভয় পাবেন না আমি আছি। যদি ব্যাঙ্ক বলে আধার কার্ড কাজ করব না। দরকার হলে ব্যাঙ্ক ছাড়া কাজ করব। আমাদের তো সমবায় ব্যাঙ্ক তো আছেই। সবাইকে বলছি, যার যার আধার কার্ড বাতিল হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের জানান। খুব শীঘ্রই আমরা একটা পোর্টাল চালু করছি। সেখানে জানাবেন আপনাদের আধার কার্ড বাতিল হয়েছে। বাকিটা আমি বুঝে নেব। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। যারা ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাঁরা ভালো করবে নাম তুলবেন সকলের। আবার NRC করার চক্রান্ত হচ্ছে। কা কা করতে শুরু করেছে আবার। এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। মানুষ যাতে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন না পায় সেই জন্য এই চক্রান্ত। আমাদের যাবতীয় পরিষেবা চালু থাকবে। আধার লিঙ্ক থাকুক বা না থাকুক রাজ্যের সমস্ত পরিষেবা পাবেন। মানুষ কোনও সুবিধা থেকে বঞ্চিত হবেন না, আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিলাম।’ 

Tags :
Aadhar CardBirbhumMamata BanerjeeSuriUIDAI
Next Article