OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল NIA-কে’, ভূপতিনগরের ঘটনায় প্রশ্ন মমতার

বিজেপিকে ভোটে জেতাতেই NIA’র এই তৎপরতা। গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে - সরব মমতা।
12:20 PM Apr 06, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার(Contai Sub Division) ভূপতিনগরে(Bhupatinagar) এদিন ভোরে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি NIA’র ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে তিনি প্রশ্ন তুলেছেন, NIA’র ভূমিকা নিয়ে। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, ‘বিজেপিকে(BJP) ভোটে জেতাতেই NIA’র এই তৎপরতা। গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে। মাঝরাতে কেন অভিযান চালাতে হল NIA-কে? অভিযানের কথা পুলিশকে NIA জানিয়েছিল কী? কেন ওরা মাঝরাতে অভিযানে গেল? ভোটের মুখে কেন ওরা লোকজনকে গ্রেফতার করছে? বিজেপি কী ভেবেছে, ওরা সব বুথ এজেন্টদের গ্রেফতার করে নেবে? NIA’র কী অধিকার আছে? ওরা বিজেপিকে সমর্থন জোগাতেই এমনটা করছে। আমরা গোটা বিশ্বের মানুষের কাছে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করছি।’

উল্লেখ্য, ২০২২ সালের ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে রাত প্রায় ১১টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না ও তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে এদিন অর্থাৎ শনিবার হামলার মুখে পড়ে NIA। সম্প্রতি এই বিস্ফোরণের ঘটনার তদন্তে সক্রিয় হয় এই জাতীয় তদন্তকারী সংস্থা। ভূপতিনগরের বাসিন্দা কয়েক জনকে তলব করা হয়। এ নিয়ে আপত্তি জানায় তৃণমূল। রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, বিজেপি নেতারা NIA’র পদাধিকারীর সঙ্গে দেখা করে নামের তালিকা তুলে দিয়েছেন। সেই তালিকা মিলিয়ে তৃণমূলের নেতা, কর্মী, সংগঠকদের ডেকে পাঠিয়ে ভোটে নিষ্ক্রিয় থাকার কথা বলছে NIA।

কুণালের অভিযোগ ছিল, বিজেপি ভোটে জিততে NIA-কে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ভূপতিনগরের ঘটনার পর কার্যত একই অভিযোগ উঠে এল মুখ্যমন্ত্রীর গলাতেও। প্রসঙ্গত, ইদানীং নির্বাচনী প্রচারসভার মঞ্চ থেকেও একই অভিযোগ করে আসছেন মমতা। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানা নামে দুই ব্যক্তিকে তলব করেছিল NIA। কিন্তু তাঁরা নির্ধারিত দিনে হাজিরা দেননি। সেই সূত্রেই এদিন NIA’র আধিকারিকেরা হুট করে তাঁদের বাড়িতে চলে এসে তাঁদের আটক করেন। পরে NIA’র তরফে জানানো হয়েছে, তাঁদের ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার জন্য বলাই ও মনোব্রতকে গ্রেফতার করা হয়েছে।

Tags :
BhupatinagarBJPContai Sub DivisionMamata BanerjeeNIAPurba Midnapur
Next Article