For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

তপন থেকে সন্দেশখালির রেখাকে নিশানা মমতার

স্বাস্থসাথী কার্ডও পান, লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি। আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন - রেখাকে মমতা।
02:11 PM Apr 06, 2024 IST | Koushik Dey Sarkar
তপন থেকে সন্দেশখালির রেখাকে নিশানা মমতার
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে(Sandeshkhali) তিনি এখনও ভোটপ্রচারে(Election Campaign) যাননি। কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে শনি দুপুরে তিনি নিশানা বানালেন সন্দেশখালির মেয়ে রেখা পাত্রকে(Rekha Patra)। সেই রেখা পাত্র যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। রেখা সংবাদের শিরোনামে এসেছিলেন, শাহজাহানের বাহিনীর হাতে নির্যাতনের অভিযোগ তুলে। তিনিই সন্দেশখালির প্রথম মহিলা যিনি শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই রেখাকেই এদিন নিশানা বানালেন তিনি, মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তপনের মাটি থেকে দাঁড়িয়ে তিনি সেই রেখাকে উদ্দেশ্য করে বলেন, ‘সন্দেশখালির বহু মহিলা নাকি সরকারি প্রকল্পের সুবিধাও পান না। যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে, তারা নাকি কিছু পায় না। আমি বলছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থসাথী কার্ডও পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি। আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন।’

Advertisement

বস্তুত এক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় সামনে চলে এসেছে রেখা পাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। সেখানেই দেখা গিয়েছে তিনি লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি স্বাস্থ্যসাথীর সুবিধাও পান। আর তারপরে পরেই রেখার বিরুদ্ধে অভিযোগ ওঠে, রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির(BJP) হয়ে ভোটে লড়াই করার। আর তারপর থেকেই রেখার জনপ্রিয়তা ক্রমশই পড়ে চলেছে। এমনকি সন্দেশখালির মহিলারাও তাঁর বিরুদ্ধে চলে গিয়েছেন। সেই সন্দেশখালির প্রসঙ্গ টেনে এদিন তপনের জনসভা থেকে মমতা বলেন, ‘সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। সেখানে জমিজমা সক্রান্ত কিছু গণ্ডগোল হয়েছে বটে, তবে সরকার সেসব নিয়ে ব্যবস্থাও নিয়েছে। সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেফতার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।’ বস্তুত বিজেপি রেখাকে প্রার্থী করে যে ফায়দা লুটবে ভেবেছিল, সেটাই এখন ব্যুমেরাং হচ্ছে পদ্মশিবিরের জন্য। ঘরেবাইরে আক্রমণের মুখে পড়ে রেখা এখন অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি।

Advertisement

Advertisement
Tags :
Advertisement