OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

'ঈদ মোবারক', রাজ্যবাসীকে ঈদ শুভেচ্ছা মমতার

07:10 AM Apr 11, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: সংযমের মাস রমজান শেষে আজ বৃহস্পতিবার গোটা রাজ্যে খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়। প্রিয় ঈদ-উল-ফিতর উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নমাজ আদায়ে ভিড় করেছেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বীরা। আর খুশির ঈদ উপলক্ষে বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে ফেসবুকে এক পোস্টে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। ঈদল-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক  সুখ, শান্তি ও সমৃদ্ধি।’ প্রতি বছরই ঈদের নমাজ উপলক্ষে রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। ওই অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে পারেন তিনি। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন। তাছাড়া পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের মায়ের সঙ্গে দেখা করেও ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। 

অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে রাজ্যের সংবেদনশীল এলাকায় যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ নজরদারি চালানোর জন্য বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই যেহেতু লোকসভা ভোট তাই কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক অশান্তি পালিয়ে রাজ্য প্রশাসনকে বিপাকে ফেলার চেষ্টা চালাতে পারে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। প্রয়োজনে ধর্মীয় স্থানগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ করারও নির্দেশ দেওয়া হয়েছে।  

Tags :
Eid Ul FitrMamata BanerjeeMamata Greets Eid Ul Fitr
Next Article