For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

নবান্ন থেকে ২৫টি অ্যাম্বুলেন্স ও ২টি ডেন্টাল ভ্যানের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নবান্ন থেকে ২৫টি Advanced Life Support অ্যাম্বুলেন্স ও ২টি ডেন্টাল ভ্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
05:40 PM Feb 20, 2024 IST | Koushik Dey Sarkar
নবান্ন থেকে ২৫টি অ্যাম্বুলেন্স ও ২টি ডেন্টাল ভ্যানের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভাষা দিবসের প্রাক সন্ধ্যায় নবান্ন(Nabanna) থেকে ২৫টি Advanced Life Support Ambulance ও ২টি Dental Van’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাংসদ উন্নয়ন তহবিল থেকে পাওয়া ৮ কোটি টাকা মূল্যের ২৫টি Advanced Life Support অ্যাম্বুলেন্স এদিন যাত্রা শুরু করে মুখ্যমন্ত্রীর হাত থেকে সবুজ পতাকা দেখে। আবার রাজ্য সরকারের অর্থনুকুলে ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে কেনা যে ২টি ডেন্টাল ভ্যানের এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তা উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হসপিটাল এবং বর্ধমান ডেন্টাল কলেজ এবং হসপিটালের হয়ে ঘুরে ঘুরে ভ্রাম্যমান দন্ত চিকিৎসা কেন্দ্র হিসাবে পরিষেবা প্রদান করবে।

Advertisement

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানুষের নিজের ভাষার অধিকার আছে। আমি সমস্ত শহীদদের সন্মান করি। বাংলাদেশকেও অভিনন্দন জানাচ্ছি। ওরা অনেক লড়াই করেছে। অনেকে মারাও গিয়েছেন। ওদের ওখানে এটা জাতীয় দিবস হিসাবে পালিত হয়। আমায় হাসিনাদি একবার আমন্ত্রণ জানিয়েছিলেন এই অনুষ্ঠানে অংশ নিতে। আমি গিয়েওছিলাম। শুভেচ্ছা থাকলো সকল ধর্ম বর্ণের মানুষের জন্য। রাস্তা অনুযায়ী নির্ধারিত গতি থাকা উচিত। অ্যাম্বুলেন্সগুলি রাস্তায় নামলে অনেকে পরিষেবা পাবেন। মোট ২৩ হাজার গ্রামীণ রাস্তা হচ্ছে। এমপি ফান্ডের ৬৭ কোটি টাকা রাস্তার কাজে দিয়েছি। আগে ১২ হাজার রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছিল, পরে আবার ১১ হাজার নেওয়া হয়েছে। পুলিশকে বলছি, উচ্চমাধ্যমিক শেষ হলেই ‘Safe Drive Save Life’ ক্যাম্পেন শুরু করে দিতে। আমরা সমস্ত ধর্ম ভাষার মানুষকে নিয়ে চলার পক্ষে। বিভাজনের রাজনীতি সমস্ত সাংবিধানিক সীমা ছাড়িয়ে গিয়েছে। এটা প্রতিহত হওয়া উচিত।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement