For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘দিদি নাম্বার ওয়ানে’ দেখা যাবে মুখ্যমন্ত্রীকে, শুটিং শীঘ্রই

বাংলার দিদি রাজী হয়েছেন 'দিদি নম্বর ওয়ান'-শোতে অংশ নিতে। খুব শীঘ্রই হবে শুটিং হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে। এক ফ্রেমে মমতা আর রচনা।
10:53 AM Feb 18, 2024 IST | Koushik Dey Sarkar
‘দিদি নাম্বার ওয়ানে’ দেখা যাবে মুখ্যমন্ত্রীকে  শুটিং শীঘ্রই
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বড় চমক বাংলার বিনোদন জগতে। বড় চমক বাংলার রাজনীতিতেও। এই প্রথম বাংলা টেলিভিসনের কোনও রিয়েলিটি শোতে(Reality Show) দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। আর যে শোতে তিনি যোগ দেবেন তা হল রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachana Banerjee) অতি জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছে গিয়েছিলেন রচনা। সেই সময় জল্পনা ছড়িয়েছিল রচনা হয়তো রাজনীতিতে যোগ দিতে পারেন। হতে পারেন ২৪’র ভোটপ্রার্থীও। কিন্তু এখন জানা যাচ্ছে, রাজনীতিতে যোগ দিতে নয়, তৃণমূলের প্রার্থী হতেও নয়, রচনার নবান্নে আগম ঘটেছিল তাঁর পরিচালিত শো ‘দিদি নম্বর ওয়ান’-এ(Didi Number 1) খোদ বাংলার দিদিকে আমন্ত্রণ করার জন্য। সূত্রের দাবি, বাংলার দিদি সেই শোতে যোগদান করতেও রাজী হয়েছেন। চলতি মাসেই হবে শুটিং। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ২১ ফেব্রুয়ারি সেই শুটিংয়ের সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। কেননা সেদিন মমতার পঞ্জাব যাওয়ার কথা ছিল যা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে মমতা বাতিল করেছেন। সেই দিন তিনি ওই শুট করতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, Zee Bangla চ্যানেলে রাজ্যের তথা বাঙালিদের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ সম্প্রচার শুরু হয় ২০১০ সাল থেকে। এখনও পর্যন্ত সেখানে ৯টি সিজন টেলিকাস্ট হয়েছে। প্রথম থেকেই সেই রিয়েলিটি শো হোস্ট করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও সিজন থ্রি ও সিজন ফাইভ-এ রচনার জায়গায় আনা হয়েছিল যথাক্রমে জুন মালিয়া ও দেবশ্রী রায়কে। কিন্তু সেভাবে শো না জমায় আবারও রচনার হাতেই শো পরিচালনার দায়িত্ব পড়েছে। মূলত মহিলাদের জন্য এই শোতে মাঝেমধ্যেই টলি তারকাদের ডাকা হয়। এমনকি সেখানে মাঝে মধ্যে পুরুষদেরও দেখা যায় খেলার প্রতিযোগী হতে। তবে সঙ্গে অবশ্যই কোনও না কোনও মহিলা থাকেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্য ও জাতীয় স্তরের হেভিওয়েট কোনও নেত্রী এই প্রথম সেই রিয়েলিটি শোতে যোগ দিতে চলেছেন। মমতা এর আগে নানা টেলিভিশন চ্যানেলে নিজের সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু কোনওদিন কোনও রিয়েলিটি শোতে তাঁকে অংশ নিতে দেখা যায়নি। এই প্রথম তাঁকে সেই রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা যাবে। আর সবাই আগ্রহ ভরে তালিকয়ে থাকবে বাংলার দিদি ‘দিদি নম্বর ওয়ান’-এ গিয়ে কী করেন তা দেখার জন্য। তাঁর জেতা পুরষ্কারগুলিরও কী হবে সেই দিকেও তাকিয়ে থাকবে জনতা। তিনি কেমন খেললেন সেটাও দেখতে চায় জনতা।

Advertisement

Advertisement
Tags :
Advertisement