For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

“খুবই দুঃখজনক”, অভিনেতা পার্থসারথি দেবের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

04:22 PM Mar 23, 2024 IST | Srijita Mallick
“খুবই দুঃখজনক”  অভিনেতা পার্থসারথি দেবের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা পার্থসারথি  দেব। টানা ৪৩ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তবে শেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাঁকে। শুক্রবার রাতেই তিনি পরলোক গমন করেন। পার্থসারথী দেবের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন,’ বিশিষ্ট অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণের এই খবর দুঃখজনক। তাঁর পরিবার,বন্ধু ও অনুরাগীদের  প্রতি আমার সমবেদনা।‘ অন্যদিকে পার্থসারথির সঙ্গে ছবি শেয়ার করে খরাজ মুখোপাধ্যায় লেখেন, “এত স্মৃতি, এত ফেলে আসা সময়, এত গল্প, এত গান…সব ফেলে চলে গেলে দাদা ? যেখানেই থাকো, ভালো থেকো দাদা।“

Advertisement

শনিবার পার্থসারথি দেবের মরদেহ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান হরনাথ চক্রবর্তী, বোধিসত্ব মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়রা।  তাঁর এই প্রয়াণে টলি পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।  বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। সহকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, কাজকেই সবসময় আগে গুরুত্ব দিয়েছেন পার্থসারথী। 

Advertisement

প্রসঙ্গত, প্রায় চার দশকের বর্ণাঢ্য কেরিয়ার পার্থসারথির। তবে তিনি বেশিরভাগ সময়েই সিনেমায় কাজ করেছেন। কখনও পজিটিভ কখনও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা, সিরিয়াল এমনকী, নাটকের মঞ্চেও তাঁর অভিনয় সকলে দেখেছে। ‘লাঠি', 'প্রেম আমার'-এর মতো ছবিতে টলিউডের একাধিক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত 'রক্তবীজ' ছবিতে। বরাবরই পার্থসারথির  অভিনয় দিয়ে দর্শকদের মন সমৃদ্ধ করেছেন ।

Advertisement
Tags :
Advertisement