For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রামনবমী নিয়ে আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, চাইলেন শান্তি

আগামিকাল যাতে সবাই সতর্ক থাকেন, কেউ যাতে কোনও ভাবেই কোনও প্ররচনায় পা না দেন, তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।
03:45 PM Apr 16, 2024 IST | Koushik Dey Sarkar
রামনবমী নিয়ে আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী  চাইলেন শান্তি
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রামনবমী(Ram Navami)। ঠিক তার আগের দিন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে(Moynaguri) দাঁড়িয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল যাতে সবাই সতর্ক থাকেন, কেউ যাতে কোনও ভাবেই কোনও প্ররচনায় পা না দেন, তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সংখ্যালঘু সমাজের(Minority Community) কাছে তাঁর আবেদন, ‘রামনবমীর দিন বিজেপি(BJP) অশান্তি করতে পারে সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না। কেউ দাঙ্গা করতে দেবেন না। আমরা দাঙ্গা চাই না। শান্তি চাই। আমি জানি বিজেপি-র প্ল্যান আছে দাঙ্গা বাধানোর। ১৯ তারিখ ভোট হবে। ১৭ তারিখ দাঙ্গা করার প্ল্যান করে অনেকদিন আগেই করে রেখে দিয়েছে। ওইসব দাঙ্গা করে ভোট দখল করবে। তারপর দেশ বেচে দেবে। আমি হাত জোর করে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের বলছি কেউ দাঙ্গা করতে দেবেন না।’

Advertisement

এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘চার পাঁচদিন আগের ঘটনা। অসভ্যতামি করেছিল আমার সঙ্গে। আমি চালসা আসছিলাম। এত বড় সাহস আমার গাড়ি দেখিয়ে বলছে চোর চোর। ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন এক কাপ চা খেয়েছি? আমি দোকানে চা খেলেও পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে পয়সা নিই না। সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন পেতে পারি। আমি লক্ষ টাকার ওপর মাইনে নিতে পারি। নিই না কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার সব। যা আছে তাতেই চলে। আমার গাড়ি দেখিয়ে বলছে চোর চোর। ইলেকশনের সময় তাই কিছু বলিনি। সুযোগ থাকলে জিভ টেনে নিতাম। তবে ভোট না থাকলেও বলতাম না। এই সব মোদি বলেন। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না। অমিত শাহ তো বালুরঘাটের নামই বদলে দিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো বানাচ্ছে, সমাজমাধ্যমে দিচ্ছে, ওগুলো বিশ্বাস করবেন না। একদম বিশ্বাস করবেন না। যেটা চোখে দেখবেন, সেটাই বিশ্বাস করবেন না। কারণ ওরা মিথ্যা কথা বলে।’  

Advertisement

Advertisement
Tags :
Advertisement