For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

নববর্ষের বিকালে ডুয়ার্সের চালসাতে মুখ্যমন্ত্রীর জনসংযোগ যাত্রা

নববর্ষের বিকালে ডুয়ার্সের চালসাতে জনযংযোগ পদযাত্রায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামসা বাজানোর পাশাপাশি নাচের তালে পাও মেলালেন।
05:07 PM Apr 14, 2024 IST | Koushik Dey Sarkar
নববর্ষের বিকালে ডুয়ার্সের চালসাতে মুখ্যমন্ত্রীর জনসংযোগ যাত্রা
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে এদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে উত্তরবঙ্গের(North Bengal) বুকে একটি পদযাত্রা করবেন তা অনেকেই জানতেন না। এদিন সকালেই তা জোড়াফুল শিবির থেকে জানানো হয়। সেই মতো দেখা যায় এদিন বিকাল ৪টে নাগাদ উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) নাগরাকাটা ব্লকের মঙ্গলাবাড়ি বাজার থেকে চালসা(Chalsa) পর্যন্ত এক পদযাত্রায় অংশ নিলেন। প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি। জনসংযোগের সময়ে মুখ্যমন্ত্রীকে ধামসা বাজাতে যেমন দেখা যায় তেমনি আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা যায়। এদিন পদযাত্রা শেষে চালসাতে মুখ্যমন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা। সেখানে নাচে, গানে বরণ করে নেওয়া হবে নতুন বাংলা বছরকে। সেই সঙ্গে এবারই প্রথম পয়লা বৈশাখ পালিত হচ্ছে রাজ্য দিবস। এ সংক্রান্ত কেন্দ্রীয় অনুষ্ঠানটি কলকাতার রবীন্দ্রসদনে হলেও চালসায় বর্ষবরণের সঙ্গেই রাজ্য দিবস উদযাপন করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের প্রচার যখন তুঙ্গে, সেই সময় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সাংস্কৃতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে চালসার সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন উত্তরবঙ্গের শিল্প ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। থাকবেন বিভিন্ন জেলার লোকশিল্পীরাও। উল্লেখ্য গতকাল বাংলা বছরের শেষ দিনে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়িতে সভা কর্বেছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সেই সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভা সেরেই তিনি বাগডোগরা হয়ে রওয়ানা দেন কলকাতার পথে। রাতে রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে পুজো দেন কালীঘাট মন্দিরে। এদিন অর্থাৎ রবিবার দুপুরেই তিনি ফের কলকাতা থেকে চলে আসেন ডুয়ার্সে। তারপর নাগরাকাটার মঙ্গলাবাড়ি বাজার থেকে শুরু করেন জনসংযোগ যাত্রা। গত ৩১ মার্চ মধ্যরাতে টর্নেডোর ধাক্কায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি ছুটে এসেছিলেন মমতা। সেই থেকে দু’-একদিন বাদ দিলে টানা প্রায় ২ সপ্তাহ তিনি উত্তরবঙ্গেই রয়েছেন। প্রথম তিনদিন তিনি নিজে বিপর্যয়ের স্থলে দাঁড়িয়ে থেকে ত্রাণ কাজের তদারকি করেছেন। তারপর উত্তরবঙ্গজুড়ে জনসংযোগ ও একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন তিনি। আগামী ১৫ ও ১৬ এপ্রিল কোচবিহার,  আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সভা এবং শিলিগুড়িতে পদযাত্রা সেরে ১৭ তারিখ মমতা অসমে দলীয় প্রার্থীদের প্রচারে যাবেন। সেখান থেকে ফিরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে প্রচারে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Advertisement
Tags :
Advertisement