For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিদ্যুতের সাবস্টেশন থেকে জলপ্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শিল্পপ্রকল্প, তমলুকে কল্পতরু মমতা

তমলুকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার ১,৪৩৪ কোটি টাকার মোট ৪৯৩টি প্রকল্পের উদ্বোধন অথবা শিলান্যাস হল।
04:09 PM Mar 04, 2024 IST | Koushik Dey Sarkar
বিদ্যুতের সাবস্টেশন থেকে জলপ্রকল্প  সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শিল্পপ্রকল্প  তমলুকে কল্পতরু মমতা
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মাটিতে এদিন কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ ৪ মার্চ সোমবার, তাঁর সরকারি সভা ছিল জেলার সদর শহর তমলুকের(Tamluk) নিমতৌড়িতে জেলা প্রশাসন ভবনের পাশের মাঠে। সেখান থেকেই তিনি এদিন মোট ১,৪৩৪ কোটি টাকা মূল্যের মোট ৪৯৩টি প্রকল্পের উদ্বোধন অথবা শিলান্যাস করেছেন। উদ্বোধন করেছেন ৩৪৬টি প্রকল্পের এবং শিলান্যাস করেছেন ১৪৭টি প্রকল্পের। যে সব রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ সহ নানা প্রকল্পের তিনি এদিন উদ্বোধব করেছেন সেগুলি রূপায়ণে খরচ হয়েছে ৯৬০কোটি ৮৬লক্ষ টাকা। যেগুলির শিলান্যাস করেছেন সেগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ৪৭৪কোটি ৩৪লক্ষ টাকা। এছাড়াও এদিন সভারমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৫০জন উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন জেলার কাঁথি-১ ব্লকের সাতমাইলে ৩৩/১১কেভিএ সাবস্টেশনের উদ্বোধন হয়েছে। বিদ্যুৎ সরবরাহের এই সাবস্টেশন নির্মাণে প্রায় ৭কোটি ৫৯লক্ষ টাকা খরচ হয়েছে যার দরুণ লাভবান হবেন প্রায় ২ লক্ষ মানুষ। এছাড়া মৎস্য দফতরের ২০টি স্কিমের এদিন উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, দেশপ্রাণের দহসোনামুই, রামনগর-২ ব্লকের মন্দারমণি ও দক্ষিণ পুরুষোত্তমপুরে মাছ শুকানোর ইয়ার্ডের উদ্বোধন করেছেন তিনি। ৪ কোটি ৬৮ লক্ষ টাকা খরচে বাজকুলে হয়েছে খাদ্য দফতরের গোডাউন। সেটিরও এদিন উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ৪৬কোটি ৮৩ লক্ষ টাকা খরচে তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের অক্ষমতা বিষয়ক সমস্যার চিকিৎসা ও থেরাপি সেন্টারের এদিন উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ওই সভা থেকেই মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর স্বাস্থ্যজেলায় ৫০টি সুস্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন করেছেন। সেই সঙ্গে পূর্ত দফতরের মোট ১৮টি প্রকল্প চালু করেন তিনি।  

Advertisement

পাশপাশি মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন উদ্বোধনের তালিকায় ছিল রাস্তা ও হাসপাতালের বিল্ডিং, সুতাহাটার পূর্ব রঘুনাথচকে নিজশ্রী স্কিমে আবাসন, মহিষাদলের ইটামগরা পঞ্চায়েতে অডিটোরিয়াম এবং শিশু উদ্যানও। ছিল জনস্বাস্থ্য দফতরের অধীন ১৫টি জলপ্রকল্প চালুর বিষয়, যা তিনি এদিন উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলায় ১১২টি নতুন আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরও উদ্বোধন হয়েছে। তমলুকে জেলাশাসক ভবন লাগোয়া চারটি প্রথম শ্রেণির আবাসনের উদ্বোধনও হয়েছে এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হাত ধরেই এদিন তমলুক শহরে নদীবাহিত পরিস্রুত পানীয় জল প্রকল্পের কাজের সূচনা হয়েছে। ১০৬ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প শহরবাসীর কাছে এক বিরাট পাওনা।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জেলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মেদিনীপুর জেলা স্বাধীনতার জন্য লড়াই একটি বড় ভূমিকা পালন করেছে। স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং কৃষি শহীদ দের আমার প্রণাম জানাই। আমি সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৬২৩৯২ টি অভিযোগ পেয়েছিলাম। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ১১৬৪৮১টি অভিযোগ পেয়েছিলাম। অধিকাংশ সমাধান করা গিয়েছে। তমলুকে নতুন প্রশাসনিক ভবন হয়েছে। হলদিয়াতে ১লক্ষ মানুষের কর্মস্থান হয়েছে। জেলায় ৩০টি কর্মতীর্থ হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, তিনটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি হয়েছে। এই জেলায় ১২ বছরে মাছের উৎপাদন ৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে। মাছ শুকনো চাতাল, বাজার অন্যান্য পরিকাঠামো তৈরি হয়েছে। ৪২ হাজার পুকুর কাটা হয়েছে।’

Advertisement
Tags :
Advertisement